পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুট যাত্রীর, অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক - bagnan

ঘাটাল যাওয়ার পথে এক যাত্রীর সর্বস্ব লুট। অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুটের অভিযোগ করেন অসুস্থ যুবক।

মাদক মিশ্রিত খাবার খাইয়ে সর্বস্ব লুঠ যাত্রীর
মাদক মিশ্রিত খাবার খাইয়ে সর্বস্ব লুঠ যাত্রীর

By

Published : May 20, 2021, 8:18 PM IST

হাওড়া, 20 মে : অ্যাপ ক্যাবে করে কলকাতা থেকে ঘাটাল যাওয়ার পথে এক যাত্রীর সর্বস্ব লুটের অভিযোগ । গতকাল রাতে ঘটনাটি ঘটে বাগনানের কাছে 6 নম্বর জাতীয় সড়কে । আজ ভোররাতে জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন যুবক । স্থানীয় পুলিশ তাঁকে ভর্তি করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য ওই যুবক একটি অ্যাপ ক্যাব বুক করেন । বাগনান পৌঁছানোর পর নির্মলকুমার জানা নামে অ্যাপ ক্যাবের চালক মাদক মেশানো খাবার যাত্রীকে খাওয়ান । তারপর তাঁকে মারধর করে মোবাইল, টাকাপয়সা সহ সবকিছু লুট করে নিয়ে তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেন বলে অভিযোগ আহত যুবকের ।

বাগনান থানার পুলিশ ভোরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির লোককে খবর দেওয়া হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details