হাওড়া, 30 জানুয়ারি : আজ ডুমুরজলার সভায় আসছেন স্মৃতি ইরানি । জেপি নাড্ডা ও রাজনাথ সিং আসবেন বলে প্রাথমিকভাবে শোনা গেলেও তাঁরা কেউ আসতে পারছেন না । তাঁদের বদলে আসছেন স্মৃতি ইরানি ।
আজ ডুমুরজলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে তাঁর সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে । শোনা যাচ্ছিল, ডুমুরজলার সভা থেকেই অমিত শাহর হাত ধরে পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁর সফর বাতিল হওয়ায় দিল্লি গিয়েই যোগদান করেন তাঁরা ।