হাওড়া, 3 নভেম্বর:দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ জোটের বাইরে থাকা বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে 'ইন্ডিয়া' জোট । যদিও রাজ্যের রাজনীতিতে তারপর থেকেই যুযুধান তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের জোট হওয়া নিয়ে নিচু তলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে । তবে এ দিন সিপিএমের জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট করে দিলেন যে, রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা করবে না বামেরা ।
শুক্রবার হাওড়ার সিপিএম জেলা পার্টি অফিসে একটি দলীয় সভায় এসে সীতারাম ইয়েচুরি বলেন, "রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে না । কেরলেও কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভাতে আমরা দু'বার জিতেছি, কংগ্রেস ফের লোকসভাতে 20টি আসনের মধ্যে 19টি আসনে আমাদের হারিয়েছে । তাও আমরা কংগ্রেসের সঙ্গে জোটে আছি । লোকসভা নির্বাচন আসতে এখনও সময় বাকি আছে, আর এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হবে ।"
এছাড়াও ইয়েচুরি দাবি করেন যে, "দেশের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বকীয়তা বজায় রাখতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে । তাই আমরা এই কাজে যারা তৈরি আছে তাদেরকে এই জোটে আহ্বান করেছি । এটাই হবে প্রথম কাজ । রাজ্যেও বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে স্বাগত । পরে কী হবে সেটা পরে দেখা যাবে ।"