পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sitaram Yechury: বৃহত্তর স্বার্থে 'ইন্ডিয়া' জোট, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়: ইয়েচুরি - সীতারাম ইয়েচুরি

Sitaram Yechuri on INDIA: বৃহত্তর স্বার্থে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট করেছে ৷ তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে না বামেদের ৷ হাওড়ায় এমনই দাবি করলেন সীতারাম ইয়েচুরি ৷

Sitaram Yechuri
হাওড়ায় সীতারাম ইয়েচুরি

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 3:33 PM IST

Updated : Nov 3, 2023, 6:03 PM IST

হাওড়ায় সীতারাম ইয়েচুরি

হাওড়া, 3 নভেম্বর:দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ জোটের বাইরে থাকা বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে 'ইন্ডিয়া' জোট । যদিও রাজ্যের রাজনীতিতে তারপর থেকেই যুযুধান তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের জোট হওয়া নিয়ে নিচু তলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে । তবে এ দিন সিপিএমের জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট করে দিলেন যে, রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা করবে না বামেরা ।

শুক্রবার হাওড়ার সিপিএম জেলা পার্টি অফিসে একটি দলীয় সভায় এসে সীতারাম ইয়েচুরি বলেন, "রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে না । কেরলেও কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভাতে আমরা দু'বার জিতেছি, কংগ্রেস ফের লোকসভাতে 20টি আসনের মধ্যে 19টি আসনে আমাদের হারিয়েছে । তাও আমরা কংগ্রেসের সঙ্গে জোটে আছি । লোকসভা নির্বাচন আসতে এখনও সময় বাকি আছে, আর এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হবে ।"

এছাড়াও ইয়েচুরি দাবি করেন যে, "দেশের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বকীয়তা বজায় রাখতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে । তাই আমরা এই কাজে যারা তৈরি আছে তাদেরকে এই জোটে আহ্বান করেছি । এটাই হবে প্রথম কাজ । রাজ্যেও বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে স্বাগত । পরে কী হবে সেটা পরে দেখা যাবে ।"

আরও পড়ুন:'কৃষ্ণ আসবেন না তাই দ্রৌপদী নিজের হাতে অস্ত্র তুলে নাও', নির্ভয়া-অস্ত্রে এথিক্স কমিটিকে তোপ মহুয়ার

দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ধরে রাখতে কেন্দ্র ও রাজ্যগুলি থেকে বিজেপিকে সরাতে হবে বলে এ দিন বলেন সীতারাম ইয়েচুরি ৷ তিনি জানান, আইএসএফ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হবে আসন সমঝোতা নিয়ে । তবে রাজ্যে শাসকদল তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনার কথা আপাতত উড়িয়ে দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, বিজেপি অনেকদিন ধরেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলছে, 'দিল্লিতে দোস্তি, কেরলে কুস্তি' বা 'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি' ৷ ইয়েচুরির মতে, এটা বিজেপি অনেকদিন আগে থেকেই বলে আসছে ৷ এ ব্যাপারে জনতা যা জবাব দেওয়ার দেবে । বৃহত্তর স্বার্থের কথা ভেবেই বিরোধীরা মিলে ইন্ডিয়া জোট করেছে বলে দাবি করেন ইয়েচুরি ৷

তবে রাজ্যের প্রশ্নে তাঁর দাবি, "তৃণমূল একটা অসৎ ও অগণতান্ত্রিক দল । এরা কোনওদিন বিজেপির বিকল্প হতে পারে না ৷ তাই তারা যদি জোটে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাগত জানাচ্ছি । যদিও রাজ্যের ক্ষেত্রে বিজেপির স্থান একমাত্র নিতে পারে বাম ও আমাদের জোট ৷"

Last Updated : Nov 3, 2023, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details