হাওড়া, 16 জুন : রাজ্যে বিজেপি নেতা ও কর্মীদের উপর হামলার ঘটনায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতাকে তাঁর হুঁশিয়ারি, ‘‘অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে’’ ৷ আজ উলুবেড়িয়ায় বিজেপির বাগনান 3 নম্বর মণ্ডলের সহ সভাপতি মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে হাসপাতালে যান শুভেন্দু ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেছে ৷
গত পরশুদিন বিজেপির 50 জন বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে রাজ্যে বিজেপি নেতা ও কর্মীদের উপর চলা হামলার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্মারকলিপি জমা দেন ৷ এ নিয়ে রাজ্যপাল তাঁকে আশ্বস্ত করেছিলেন ৷ যার পরেই রাজ্য সরকারকে নিশানা করে একের পর এক আক্রমণ করেন রাজ্যপাল ৷ যা নিয়ে দিল্লিতে গিয়েও রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করতে শোনা যায় জগদীপ ধনকড়কে ৷
এবার শুভেন্দু অধিকারী মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে ৷ যেখানে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে একটি বাক্যও উল্লেখ করা হয়নি ৷ রাজ্য নাকি দাবি করেছে সন্ত্রাসের কোনও ঘটনাই ঘটেনি পশ্চিমবঙ্গে ৷ যা নিয়ে এ দিন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছেন, ‘‘অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে’’ ৷ এতদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও, এতটা আক্রমণাত্মক কখনই ছিলেন না শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাখলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা ৷
রাজ্যের সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা
আজ উলুবেড়িয়ার এক বেসরকারি হাসপাতালে বিজেপির বাগনান 3 নম্বর মণ্ডল সহ সভাপতি মিঠুন চক্রবর্তীকে দেখতে যান শুভেন্দু ৷ অভিযোগ ওই বিজেপি নেতা ভোটের ফলপ্রকাশের পর থেকেই ঘরছাড়া ৷ 11 জুন তিনি অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যান ৷ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে ৷ তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় ৷ বাগনান থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ৷ পরে সেখান থেকে তাঁকে উলবেড়িয়া মহকুমা হাসপাতাল এবং পরে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ আজ ওই বিজেপি নেতাকে দেখতে যান শুভেন্দু অধিকারী ৷ সেখানে বিজেপি ওই নেতাকে আর্থিক সাহায্য করেন তিনি ৷