পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার হাওড়া পৌরনিগমের বাইরে শুভেন্দুর সমর্থনে হোর্ডিং - হাওড়া ময়দান

হাওড়া ময়দানের সেই হোর্ডিয়েও উঠে এল, নন্দীগ্রাম দিবসে তাঁর বলা কিছু কথা ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে দক্ষ প্রশাসক এবং দক্ষ সংগঠক হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ হোর্ডিয়ের নিচে লেখা রয়েছে, ‘‘আমরা দাদার অনুগামী’’ ৷

shuvendu-adhikari-hording-in-front-of-howrah-corporation
এবার হাওড়া পৌরনিগমের বাইরে শুভেন্দুর সমর্থনে হোর্ডিং

By

Published : Nov 20, 2020, 5:37 PM IST

হাওড়া, 20 নভেম্বর : গ্রামীণ এলাকার পর হাওড়া শহরের প্রাণ কেন্দ্রে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়ল ৷ তাও আবার হাওড়া ময়দানে পুরনিগমের মূল প্রবেশদ্বারের সামনে ৷ আর তাতেই ফের চাঞ্চল্য় তৈরি হয়েছে হাওড়া তৃণমূল নেতৃত্বে ৷ সেই পোস্টারে রাজ্য়ের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থন করে পাশে থাকার বার্তা দিয়েছে তাঁর অনুগামীরা ৷

হাওড়া ময়দানের সেই হোর্ডিয়েও উঠে এল, নন্দীগ্রাম দিবসে তাঁর বলা কিছু কথা ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে দক্ষ প্রশাসক এবং দক্ষ সংগঠক হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ হোর্ডিয়ের নিচে লেখা রয়েছে, ‘‘আমরা দাদার অনুগামী’’ ৷ তবে কে বা কারা এই ব্য়ানার লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ জেলাশাসক অফিস, হাওড়া পৌর নিগম এবং হাওড়া আদালতের সামনে বিশাল বিশাল ব্য়ানার লাগানো হয়েছে ৷ এমনকি শিবপুর এবং মধ্য হাওড়া কদমতলা এলাকাতেও একইভাবে শুভেন্দুর সমর্থনে ব্যানার চোখে পড়েছে।


উল্লেখ্য, এর আগেও গ্রামীণ হাওড়ায়, উলুবেরিয়ার গঙ্গারামপুর, আমতার গাজীপুর, জগতবল্লভপুর এবং ডোমজুর এলাকাতেও একই ধরনের হোর্ডিং পড়েছিল। প্রসঙ্গত, একাধিক সভা থেকেও শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি । অন্য়দিকে, গতকাল শুভেন্দু জানিয়েছেন, তিনি এখনও তৃণমূলের সদস্য় রয়েছেন ৷ তাঁকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূল থেকে বহিষ্কার করেনি ৷ এরই মাঝে বিভিন্ন জায়গায় তাকে সমর্থন করে হোর্ডিংকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে।

ABOUT THE AUTHOR

...view details