পশ্চিমবঙ্গ

west bengal

Shashi Panja slams BJP: নিম্নমানের গণতন্ত্র দেশে চলতে পারে না, রাহুলের সাংসদ পদ খারিজ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ শশীর

By

Published : Mar 25, 2023, 4:46 PM IST

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul disqualification as MP) প্রসঙ্গে কেন্দ্রকে এক হাত নিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja slams BJP) । বিজেপি দেশে নিম্নমানের গণতন্ত্র চালাচ্ছে বলে দাবি করেন তিনি ৷

Shashi Panja on Rahul Gandhi issue
শশী পাঁজা

রাহুলের সাংসদ পদ খারিজ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ শশীর

হাওড়া, 25 মার্চ: কেন্দ্রীয় সরকার একনায়কতন্ত্রের দিকে দেশকে নিয়ে যেতে চাইছে । শুক্রবার হাওড়ার দালাল পুকুর এলাকাতে পৌরনিগমের একটি স্বাস্থ্য শিবির উদ্বোধনের অনুষ্ঠানে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi disqualification as MP) প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একথা বলেন ৷ শশী বলেন, "দেশের মানুষ চায় গণতন্ত্র শক্তিশালী হোক । দেশ উন্নতির দিকে এগিয়ে যাক । তবে দেখা যাচ্ছে লোকসভা ও রাজ্যসভাতে বিরোধীদের প্রশ্নের উত্তর না-দিতে পেরে দুই কক্ষকেই অচল করে রাখতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ।"

শশী পাঁজা অভিযোগ করেন, এলআইসি ও এসবিআই-এর ক্ষেত্রে আট লক্ষ কোটি টাকার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও লোকসভা ও রাজ্যসভায় প্রশ্ন তোলা যাচ্ছে না। বিজেপির চিৎকার বিরোধীদের কণ্ঠ বন্ধ করে দিচ্ছে বলে মন্ত্রী দাবি করেন । তিনি জানান, শুক্রবার যেভাবে রাহুল গান্ধির সাংসদ পদ 2 বছরের জন্য খারিজ করা হল, এটা গণতন্ত্রের সব থেকে নিম্নস্তরের উদাহরণ । এই ঘটনার তিনি তীব্র নিন্দা করছেন ৷ মুখ্যমন্ত্রী-সহ তাঁর দল এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন । মন্ত্রী দাবি করেন, গণতন্ত্রে এসব চলতে পারে না ।

শশী পাঁজা জানান, মুখ্যমন্ত্রী ওড়িশা গিয়ে নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে দেখা করেছেন । সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (Haradanahalli Deve Gowda Kumaraswamy) নিজে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাংলায়। তাঁরা সকলেই প্রবীণ রাজনীতিবিদ । বিরোধী ঐক্য কীভাবে ক্ষমতা দখল করবে, এটা জোর করে আটকানো সম্ভব নয় বলেই মনে করেন তিনি। পাশাপাশি এই মন্ত্রী সুজন চক্রবর্তীর স্ত্রীর চিরকুটে চাকরির পাওয়া প্রসঙ্গে বলেন, "সত্যিটা সামনে আসুক । মানুষও জানতে চায় সত্যিটা। বামেরা বিভিন্ন ধরনের অশুভ আঁতাত করল । মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করল ৷ আর এই সত্যিটা সামনে আসতেই তারা বিচলিত হয়ে পড়েছে, পুরো দিশেহারা হয়ে পড়েছে ।"

আরও পড়ুন:সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে আমাকে চুপ করানো যাবে না, মোদি-আদানিকে নিশানা রাহুলের

ABOUT THE AUTHOR

...view details