হাওড়া, 25 মার্চ: কেন্দ্রীয় সরকার একনায়কতন্ত্রের দিকে দেশকে নিয়ে যেতে চাইছে । শুক্রবার হাওড়ার দালাল পুকুর এলাকাতে পৌরনিগমের একটি স্বাস্থ্য শিবির উদ্বোধনের অনুষ্ঠানে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi disqualification as MP) প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একথা বলেন ৷ শশী বলেন, "দেশের মানুষ চায় গণতন্ত্র শক্তিশালী হোক । দেশ উন্নতির দিকে এগিয়ে যাক । তবে দেখা যাচ্ছে লোকসভা ও রাজ্যসভাতে বিরোধীদের প্রশ্নের উত্তর না-দিতে পেরে দুই কক্ষকেই অচল করে রাখতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ।"
শশী পাঁজা অভিযোগ করেন, এলআইসি ও এসবিআই-এর ক্ষেত্রে আট লক্ষ কোটি টাকার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও লোকসভা ও রাজ্যসভায় প্রশ্ন তোলা যাচ্ছে না। বিজেপির চিৎকার বিরোধীদের কণ্ঠ বন্ধ করে দিচ্ছে বলে মন্ত্রী দাবি করেন । তিনি জানান, শুক্রবার যেভাবে রাহুল গান্ধির সাংসদ পদ 2 বছরের জন্য খারিজ করা হল, এটা গণতন্ত্রের সব থেকে নিম্নস্তরের উদাহরণ । এই ঘটনার তিনি তীব্র নিন্দা করছেন ৷ মুখ্যমন্ত্রী-সহ তাঁর দল এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন । মন্ত্রী দাবি করেন, গণতন্ত্রে এসব চলতে পারে না ।