হাওড়া, 10 অক্টোবর: হাওড়ার (Howrah) সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের (Sarenga Gram Panchayat) হীরাপুর ব্রাহ্মণতলা ৷ 2017-18 সাল নাগাদ এই গ্রামেই হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে একটি নলকূপ বসানো হয়েছিল ৷ কিন্তু, আজ তা থেকে জল বের করা আর ডুমুরের ফুল দেখা কার্যত সমান ! এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, এই গ্রামে পানীয় জলের সংকট (Water Crisis) নতুন কিছু নয় ৷ অথচ সব জেনেও উদাসীন প্রশাসন ৷ যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না !
গ্রামে গিয়ে দেখা গেল, এলাকার কোনও টিউবওয়েল ভাঙা, তো কোনওটা থেকে উঠে আসা জল পানের অযোগ্য ৷ এদিকে, টাইম কলের লাইনও অচল ! সব মিলিয়ে চরম সংকটে এলাকার পানীয় জল সরবরাহ ব্যবস্থা ৷ বাসিন্দারা জানালেন, বহুবার তাঁরা পানীয় জলের সংযোগ গ্রামে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ কিন্তু, শুকনো প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি ৷ তাই গ্রামবাসীকে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হয়েছে ৷ কী করেছেন তাঁরা ? অনেকটা হুকিংয়ের কায়দায় প্রধান পানীয় জল সরবরাহের পাইপ কেটে তার সঙ্গে ছোট ছোট পাইপ জুড়ে দিয়েছেন এলাকাবাসী ৷ তারপর বুকে দম নিয়ে সেই পাইপে মুখ দিয়ে টান মারছেন ভুক্তভোগীরা ! তবেই মিলছে রোজের পানীয় জল ৷ যা আদতে তাঁদের ন্যায্য পাওনা !
আরও পড়ুন:কুয়ো নলকূপ শুকিয়ে জলকষ্ট, অবৈধ খননকেই দুষছেন তুরতুরীর বাসিন্দারা