হাওড়া, 16 অগস্ট:রেল লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন ৷ বাতিল হওয়া ট্রেনের তালিকায় লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেনও আছে ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যাত্রী সুবিধার্থে ট্রেনের গতি বৃদ্ধির জন্য রামপুরহাট ও ছাতরার মাঝে তৃতীয় লাইনে কাজ শুরু হবে ৷ তার জেরেই বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন । এছাড়াও একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । আগামী 31 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাটের ছাতরা লাইনে বাতিল থাকবে ট্রেন । তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ নীচে বাতিল হওয়া ট্রেনের তালিকা ৷
আপ লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-
- 13015 আপ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস
- 13011 আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
- 13031 আপ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
- 13027 আপ হাওড়া- আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
- 12347 আপ হাওড়া- রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস
- 13045 আপ হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস
- 13187 আপ শিয়ালদহ- রামপুরহাট এক্সপ্রেস
- 13181 আপ কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস
- 15661 আপ রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
- 13417 আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
- 03111 আপ শিয়ালদহ-গোড্ডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল
ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-
- 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
- 13012 মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
- 13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস
- 13028 আজিমগঞ্জ - হাওড়া কবিগুরু এক্সপ্রেস
- 12348 রামপুরহাট-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
- 13046 দুমকা-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস
- 13188 রামপুরহাট-শিয়ালদহ এক্সপ্রেস
- 13182 শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস
- 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
- 13418 মালদা টাউন-দিঘা এক্সপ্রেস
- 03112 গোড্ডা - শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশাল
আপ লাইনে যে সমস্ত ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে:
- 13023 আপ হাওড়া-গয়া এক্সপ্রেস
- 12041 আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
- 13053 আপ হাওড়া- রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
- 13017 আপ হাওড়া- আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস
- 13153 আপ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস
- 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- 13175 আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- 12363 আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
- 13149 আপ শিয়ালদহ-আলিপুর দুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- 13161 আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
- 13159 আপ কলকাতা-জোগবানি এক্সপ্রেস
- 13147 আপ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
- 12509 আপ SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
- 12507 আপ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর এক্সপ্রেস
- 22503 আপ বিবেক এক্সপ্রেস
- 12515 আপ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস
- 12345 হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
- 22301 হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
- 07030 সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশাল
- 15227 এসএমভিবি বেঙ্গালুরু – মুজাফফরপুর এক্সপ্রেস
- 22501 এসএমভিবি বেঙ্গালুরু - নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস