পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Several Trains Cancelled: রক্ষণাবেক্ষণের কাজ, বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন - পূর্ব রেল

পূর্ব-মধ্য রেলের ধানবাদ বিভাগে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন পরিষেবা বাতিল করল পূর্ব রেল (Several Trains Cancelled) । মোট ছয়দিন ওই বিভাগে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে ।

Trains cancel
রক্ষণাবেক্ষণের কাজের দরুন পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

By

Published : Nov 19, 2022, 1:57 PM IST

হাওড়, 19 নভেম্বর: রক্ষণাবেক্ষণের কাজের জেরে পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল (Several Trains Cancelled) । পূর্ব-মধ্য রেলের ধানবাদ বিভাগে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন পরিষেবা বাতিল করল পূর্ব রেল । মোট 6 দিন ওই বিভাগে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে । আর এর জেরে 19, 21, 26, 29, 03 এবং 5 ডিসেম্বর কোডেরমা এবং সারমাটনার স্টেশন অচল থাকবে । এছাড়া 16 দিন ধানবাদ বিভাগে রক্ষণাবেক্ষণের কাজ চলবে । রেল সূত্রে খবর, আসানসোল-বারানসি, আসানসোল মেমু এক্সপ্রেস চলতি মাসের 19, 20, 25, 26, 27, 29, 30 ও ডিসেম্বর মাসে 1 ও 3 তারিখ বাতিল করা হয়েছে।

তাছাড়া হাওড়া-বিকানির এক্সপ্রেস 21 নভেম্বর ও 5 ডিসেম্বর, আসানসোল-ঝাঁঝা, পাটনা-দীনদয়াল উপাধ্যায় স্টেশনের বদলে আসানসোল-প্রধানখুনটা, মানপুর-দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে চলবে । কলকাতা-আগ্রা ক্যান্টন্টমেন্ট এক্সপ্রেস 24 নভেম্বর ও 12357 কলকাতা-অমৃতসর এক্সপ্রেস 29 নভেম্বর এক ঘণ্টা দেরি করা হয়েছে ৷ এছাড়া কলকাতা-অমৃতসর এক্সপ্রেস 26 নভেম্বর 30 মিনিট দেরিতে ছাড়বে ।

এছাড়াও অন্ডাল রেল ইয়ার্ডের পুনর্গঠন কাজের জন্য 22, 23 ও 24 তারিখে বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জের স্পেশাল বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন:বব বিশ্বাসের ছায়া বাস্তবে ! চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে 'নমস্কার' সহযাত্রীর

যে যে ট্রেনের যাত্রাপথের বদল হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস 18-29 তারিখ অবধি, বর্ধমান- বোলপুর-সাঁইথিয়া-সিউড়ি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস 18-20 এবং রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস 18-20 তারিখ অন্ডাল-দুর্গাপুর হয়ে চলবে । সাঁইথিয়া-অন্ডাল মেমু 18-29 তারিখ অবধি কাজরাগ্রাম পর্যন্ত চলবে ।

ABOUT THE AUTHOR

...view details