হাওড়া, 14 ডিসেম্বর: ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের (East Central Railway) ধানবাদ বিভাগে গারওয়া রোড, টোলরা এবং রাজহুরা স্টেশনে জরুরি কাজের জন্য 15-27 তারিখ অবধি একাধিক ট্রেনকে ঘুরপথে চালানোর কথা জানাল পূর্ব রেল (Several Trains were Diverted for Emergency Work) । যে সব ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে, সেগুলি হল-
- 11447/11448 জব্বলপুর-হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস 14-29 তারিখ থেকে জব্বলপুর-কান্তি সাউথ-প্রয়াগরাজ ছেওকি-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন-গয়া-ধানবাদ হয়ে চলবে । এই ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল সিংড়ালি-চোপান- গারওয়া রোড-বাড়কাকানা-চন্দ্রপুরা-কাটরাসগড়-ধানবাদ
এছাড়াও-
- 13025 হাওড়া-ভোপাল এক্সপ্রেস 19-26 তারিখ
- 13026 ভোপাল-হাওড়া এক্সপ্রেস 14-22 তারিখ
- 19414 কলকাতা-আমেদাবাদ এক্সপ্রেস 17-24 তারিখ
- 19413 আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস 14-21 তারিখ
- 19607 কলকাতা-মাদার জংশন এক্সপ্রেস 15-22 তারিখ
- 19608 মাদার জংশন-কলকাতা এক্সপ্রেস 19-26 তারিখ