পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tribals Agitation: আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল - ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের

রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের লাগাতার চেষ্টাতেও গলেনি বরফ। আদিবাসী বিক্ষোভের জেরে (Tribals Agitation) ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway)।

Tribals Agitation
আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল

By

Published : Sep 22, 2022, 10:55 PM IST

হাওড়া, 22 সেপ্টেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর থেকে টাটা ও চান্ডিল থেকে আসানসোল পর্যন্ত আদিবাসী সমাজের রেল রোকো কর্মসূচির জেড়ে মঙ্গলবার থেকে লাগাতার বিক্ষোভের জেরে একের পর এক ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল (Several Trains Cancelled in South Eastern Railway) । দূরপাল্লার ট্রেন-সহ প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (Chief Public Relations Officer of South Eastern Railway) আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, গত তিন দিন ধরে বিক্ষোভ চলার ফলে মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেল আপাতত এখনও পর্যন্ত 89টি দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আর আপ ও ডাউন লাইন মিলিয়ে 119টি ট্রেন বাতিল করেছেন তাঁরা। পাশাপাশি 861টি ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে। 54টি ট্রেন ঘুর পথে চালানো হচ্ছে।

এছাড়াও বেশ কয়েকটি ট্রেন যাত্রা পথে কাটছাঁট করা হয়েছে। 2টি ট্রেনের যাত্রার সময় সূচির পরিবর্তন করা হয়। রেল প্রশাসনের তরফ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে। যদিও বিক্ষোভকারীরা রেল লাইনের উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। রেল লাইন থেকে তাঁরা সরতে চাইছেন না। রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন। তবে নিজেদের দাবিতে তাঁরা অনড় রয়েছেন।

আরও পড়ুন:32 ঘণ্টা পরেও অব্যাহত আদিবাসীদের রেল অবরোধ, প্রভাব ট্রেন চলাচলে

তাঁদের দাবি না মানলে তাঁরা কোনও মতেই বিক্ষোভ তুলবেন না। যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে কুরমি, মাহাতো সম্প্রদায়ের মানুষরা তফসিলি জাতিতে নিজেদের নথিভুক্ত করার দাবি নিয়ে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন। এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন অসংখ্য দূরপাল্লার ট্রেন যাত্রীরা।

ABOUT THE AUTHOR

...view details