হাওড়া, 29 জুলাই:রক্ষণাবেক্ষণের জন্য হাওড়ায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ বেশ কিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে ৷ রবিবার বাতিল করা হয়েছে এই ট্রেনগুলি ৷ হাওড়া ডিভিশনের ওভারহেড তারের রক্ষণাবেক্ষনের কাজের জন্য এই সিদ্ধান্ত । এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে । সূত্রের খবর, হাওড়া ডিভিসনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া- আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখার একাধিক ট্রেন বাতিল হয়েছে ৷
হাওড়া থেকে 36825, 36827, 36033, 37915, 37827, 37235, 37237, 37819, 37651 নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ বর্ধমান থেকে 36840, 36842, 03517, 37832, 36844 নম্বরের, মেমারি থেকে 37652 নম্বর, শিয়ালদহ থেকে 32227, 32229, 32231 নম্বর, ডানকুনি থেকে 32228, 32230, 32232 নম্বর, চন্দনপুর থেকে 36034 নম্বর, আসানসোল থেকে 03548 নম্বর, ব্যান্ডেল থেকে 37749, 37242, 37244, 37536, 37538 নম্বর, কাটোয়া থেকে 37748, 37924, 03035, 03095, 03097 নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ এছড়াও আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036 নম্বর এবং নৈহাটি থেকে 37535, 37537 নম্বরের লোকাল ট্রেন রবিবার বাতিল করা হয়েছে ৷
ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, 13031 নম্বর ট্রেনটি হাওড়া থেকে বেলা 11টা 5 মিনিটের পরিবর্তে বেলা 12.20 মিনিটে ছাড়বে । 12347 আপ ট্রেনটি হাওড়া থেকে বেলা 11.55 মিনিটের পরিবর্তে দুপুর 11.55 মিনিটের
পরিবর্তে দুপুর 1.25 মিনিটে ছাড়বে । 12348 নম্বর ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল 4.40 মিনিটের পরিবর্তে বিকাল 5.40 মিনিটে ছাড়বে ।
13054 নম্বর ডাউন ট্রেন রাধিকাপুর থেকে ভোর 5.45 মিনিটের পরিবর্তে সকাল 7.45 মিনিটে ছাড়বে । 13188 ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে দুপুর 2.05 মিনিটের পরিবর্তে দুপুর 2.30 মিনিটে ছাড়বে ।