হাওড়া, 10 এপ্রিল:তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর ৷ এই সংঘর্ষে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে । ঘটনায় দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরে ৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের দলীয় কার্যালয় লক্ষ করে বোমাবাজি ও গুলি চালায় আইএসএফ কর্মীরা । যদিও শাসকদলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ । উলটে তারা তৃণমূলের উপর ঘটনার দায় চাপিয়েছে ৷
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় রবিবার রাত সাড়ে আটটা নাগাদ । তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বাইকে চেপে এসেআইএসএফ কর্মীরা এসে তাদের উপর হামলা চালায় । তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের এই সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । সূত্রের খবর, রবিবার জগৎবল্লভপুর এলাকার পাতিহালে আইএসএফের কর্মীসভা ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । সভা শেষ হওয়ার পর থেকেই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আইএসএফ কর্মী সমর্থকরা ৷ এমনই অভিযোগ ওই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি শেখ নিজামের ।