পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Howrah: হাওড়া ব্রিজ সংলগ্ন রাস্তায় বাস দুর্ঘটনা, আহত একাধিক

শনিবার বিকেলে হাওড়া ব্রিজে সংলগ্ন ডিপোতে বাস দুর্ঘটনা (Bus accident in Howrah) ৷ দাঁড়িয়ে থাকা গঙ্গাসাগরগামী সরকারি বাসের সঙ্গে ধাক্কা অন্য বেসরকারি বাসের।

Road Accident in Howrah
বাস দুর্ঘটনায় আহত একাধিক ব্যক্তি

By

Published : Jan 14, 2023, 9:49 PM IST

হাওড়া, 14 জানুয়ারি: হাওড়া ব্রিজ (Howrah Bridge)-লাগোয়া রাস্তায় বাস দুর্ঘটনায় আহত একাধিক ৷ শনিবার 28 নম্বর রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে ব্রিজ সংলগ্ন সরকারি ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি গঙ্গাসাগরগামী (Gangasagar Mela) বাসকে। তার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বেসরকারি বাসটি আরও দুই ব্যক্তিকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন একাধিক।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। এদিকে দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, 28 নম্বর রুটের ওই বাসটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সরকারি বাসটি হাওড়া বাস টার্মিনাল থেকে বেরনোর সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও সরকারী বাস পরিষেবার কর্মী সন্দীপ মণ্ডল জানান, বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিপোতে ঢুকে পড়ে। যা প্রথমে একটি সরকারি বাসে ধাক্কা মারার পরে আরও একটি সরকারি গাড়িকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় বাসদু'টির সামনের কাঁচ সম্পূর্ণ ভেঙে যায়। সরকারি বাস দু'টিতে যাত্রী না-থাকার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সকলেই ৷ অপর এক প্রত্যক্ষদর্শী দীনেশ সিং জানান, 28 নম্বর বাসটি ব্রেক ফেল করে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা সরকারি বাসটিকে। অনেকেই আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের হাওড়া হাসপাতালে (Howrah District Hospital) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা। ক্রেনের সাহায্যে দু'টি বাসকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন:পথ দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু, কান্নায় ভেঙে পড়ল পরিবার

উল্লেখ্য, গত নভেম্বর মাসে হাওড়া ব্রিজে বাসের চাকায় পিষ্ট হয়েছিলেন দুই পথচারী ৷ কলকাতা থেকে হাওড়া যাওয়ার পথে ঘটেছিল ওই দুর্ঘটনাটি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছিল, দুর্ঘটনার দুপুরে কলকাতা থেকে হাওড়ায় স্টেশনে যাচ্ছিল 28 নম্বর রুটেরই একটি বাস। বাসটিতে সেই সময় যাত্রীও ছিল। ব্রিজ পেরিয়ে হাওড়া স্টেশন ঢোকার মুখে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পথচারী এবং ওই এলাকায় থাকা হকারদের পিষে দেয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন।

ABOUT THE AUTHOR

...view details