হাওড়া, 17 নভেম্বর: রাজ্যে এখনও শীত সেভাবে পড়েনি ৷ তবে ভোরের কুয়াশা দিন দিন বাড়ছে (Trains cancelled due to fog) ৷ যার কারণে ইতিমধ্যেই চলতি বছরে পূর্ব রেলের (Eastern Railway) ট্রেন চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে । পূর্ব রেলের তরফ থেকে 1 ডিসেম্বর 2022 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত একাধিক মেল এবং এক্সপ্রেস ও স্পেশাল দূরপাল্লার ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Cancel Train list) ।
সম্পূর্ণ বাতিল হওয়া ট্রেনগুলি:
- 22198 বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি - কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর - 24 ফেব্রুয়ারি প্রতি শুক্রবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে ।
- 22197 কলকাতা - বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি সুপার ফাস্ট এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি প্রতি রবিবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে।
- 14004 নয়াদিল্লি - মালদা টাউন এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (26টি ট্রিপ)প্রতি রবিবার ও বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
- 14003 মালদা টাউন - নয়াদিল্লি এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26 টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
- 12357 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
- 12358 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি বৃহস্পতিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
- 12317 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (25টি ট্রিপ ) প্রতি বুধবার ও রবিবার বাতিল করা হয়েছে।
- 12318 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 6 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (25 টি ট্রিপ ) শুক্রবার ও মঙ্গলবার বাতিল করা হয়েছে ।
- 12369 হাওড়া - দেরাদুন সুপার ফাস্ট এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার বাতিল করা হয়েছে ।
- 12370 দেরাদুন - হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
- 15620 কামাখ্যা - গয়া এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি সোমবার বাতিল করা হয়েছে ।
- 15619 গয়া - কামাখ্যা এক্সপ্রেস 6 ডিসেম্বর 2022 থেকে 28 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি মঙ্গলবার বাতিল করা হয়েছে ।