পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chaos in Ram Navami Rally: হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার 36

গতকাল হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ঘিরে আজ 36 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Chaos in Ram Navami Rally
হাওড়ায় রামনবমীর মিছিলে হামলা

By

Published : Mar 31, 2023, 1:43 PM IST

Updated : Mar 31, 2023, 2:21 PM IST

হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার 36

হাওড়া, 31 মার্চ: বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার সন্ধ্যাবাজার এলাকাতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 36 জনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিবপুর, হাওড়া, বি-গার্ডেন-সহ শহরের বিভিন্ন থানার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের আজকে হাওড়া আদালতে পেশ করা হবে। এদিকে শুক্রবার পঞ্চশীল গ্যাঞ্জেস গার্ডে কুন্দল বাগান মোড় এলাকায় কিছু বহুতলকে লক্ষ্য করে ফের ইট ও পাথর ছোড়া হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনেই ৷ জানা গিয়েছে, সেই সময় সেখান থেকে যাচ্ছিল সমবায় মন্ত্রী অরূপ রায়ের গাড়ি ৷ ঘটনার জেরে তাঁর গাড়ির কাঁচও ভেঙে যায় ৷

কালকের ঘটনার পর আজ সকাল থেকেই থমথমে এলাকার পরিবেশ। এলাকায় পুলিশি টহলদারি চলছে। কোনও জায়গায় জমায়েত করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও। বৃহস্পতিবার সন্ধ্যাতে হাওড়ার সন্ধ্যাবাজারের কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে ফের বোমাবাজির অভিযোগ ওঠে। এও অভিযোগ ওঠে, সন্ধ্যাবাজারের কাছে পৌঁছতেই মিছিলের উপরে কাঁচের বোতল ছোঁড়া হয় ৷

ঘটনাতে 10-15 জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অঞ্জনী পুত্র সেনারা। তাঁদের উপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ মিছিলের সংগঠকদের। তাঁদের দাবি, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালাল তাদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

এদিকে অভিযোগ, আজ পঞ্চশীল গ্যাঞ্জেস গার্ডে কুন্দল বাগান মোড় এলাকায় কিছু বহুতলকে লক্ষ্য করে ফের ইট ও পাথর ছোড়া হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনেই ৷ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকের বাসিন্দারা ৷ সকাল থেকে পুলিশ পিকেটিংয়ের মধ্যে থমথমে পরিস্থিতি থাকলেও আপাতভাবে শান্তিপূর্ণ এলাকায় ছিল পুরো এলাকা ৷ যদিও পুলিশের সামনে আবার নতুন করে ইট, পাথর ছোড়ার ঘটনা ঘটল তাই নিয়ে নিজেদের সুরক্ষা ও পুলিশ প্রশাসসেনর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন আবাসিকরা ৷

আরও পড়ুন:রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, রণক্ষেত্র হাওড়ার শিবপুর

অন্যদিকে, ঘটনার পরিস্থিতি দেখতে আজ হাওড়াতে আসছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চাননতলার বিজেপির অফিসে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। এরপর সেখান থেকে হাওড়া হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে যাবেন। সেখান থেমে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠির সঙ্গেও দেখা করবেন বলেই বিজেপি সূত্রে খবর। যদিও এই ঘটনায় বিজেপির কর্মীদের গ্রেফতার করছে বলেই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ও প্রশাসন এমনটাও দাবি তাদের ৷

গত বছরের মতো এই বছরেও হাওড়ার শিবপুরে আবার রামনবমী শোভাযাত্রার উপর আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। প্রসঙ্গত, গতবছরেও এই সন্ধ্যাবাজারেই রামনবমীর মিছিলে হামলা হয় বলে অভিযোগ। যা নিয়ে, পরবর্তীকালে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এবারের ঘটনা ফের রাজ্য রাজনীতিকে অন্যমাত্রা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Last Updated : Mar 31, 2023, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details