হাওড়া, 31 মার্চ: বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার সন্ধ্যাবাজার এলাকাতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 36 জনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিবপুর, হাওড়া, বি-গার্ডেন-সহ শহরের বিভিন্ন থানার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের আজকে হাওড়া আদালতে পেশ করা হবে। এদিকে শুক্রবার পঞ্চশীল গ্যাঞ্জেস গার্ডে কুন্দল বাগান মোড় এলাকায় কিছু বহুতলকে লক্ষ্য করে ফের ইট ও পাথর ছোড়া হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনেই ৷ জানা গিয়েছে, সেই সময় সেখান থেকে যাচ্ছিল সমবায় মন্ত্রী অরূপ রায়ের গাড়ি ৷ ঘটনার জেরে তাঁর গাড়ির কাঁচও ভেঙে যায় ৷
কালকের ঘটনার পর আজ সকাল থেকেই থমথমে এলাকার পরিবেশ। এলাকায় পুলিশি টহলদারি চলছে। কোনও জায়গায় জমায়েত করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও। বৃহস্পতিবার সন্ধ্যাতে হাওড়ার সন্ধ্যাবাজারের কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে ফের বোমাবাজির অভিযোগ ওঠে। এও অভিযোগ ওঠে, সন্ধ্যাবাজারের কাছে পৌঁছতেই মিছিলের উপরে কাঁচের বোতল ছোঁড়া হয় ৷
ঘটনাতে 10-15 জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অঞ্জনী পুত্র সেনারা। তাঁদের উপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ মিছিলের সংগঠকদের। তাঁদের দাবি, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালাল তাদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।