হাওড়া, 12 মে : হাওড়ার বাল্টিকুড়ি ইএসআই কোভিড হাসপাতালে উত্তেজনা । হাসপাতালের স্থায়ী এবং ঠিকা কর্মীদের ঝামেলায় বন্ধ পরিষেবা । দু'পক্ষ পরস্পরের বিরুদ্ধে তোপ দেগেছে । ঘটনায় নাকাল রোগী ও রোগীর আত্মীয়রা ৷
গত কয়েকদিন ধরে বালটিকুরি ইএসআই হাসপাতালে স্থায়ী এবং ঠিকা কর্মীদের মধ্যে ঝামেলা চলছে । অভিযোগ, হাসপাতালে সঠিক পরিষেবা মিলছে না ৷ এই বিষয়ে দু'পক্ষ একে অন্যের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে । স্থায়ী কর্মীদের একাংশের অভিযোগ, ঠিকা কর্মীরা হাসপাতালে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত । প্রতিবাদ করলে তাদের মারধর করা হচ্ছে । এরই প্রতিবাদে আজ 37 জন স্থায়ী কর্মী হাসপাতালের কাজকর্ম বন্ধ করে দেয় । এই অবস্থায় রোগী ভর্তি ও অন্যান্য পরিষেবা ব্যাহত হচ্ছে । তবে অস্থায়ী কর্মীরা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে । তাদের পাল্টা অভিযোগ, স্থায়ী কর্মীরা কোনও কাজ করে না । তারা নানা ধরনের অসামাজিক কাজে লিপ্ত । সেই কারণে প্রায় 120 জন অস্থায়ী নিরাপত্তাকর্মী ও সাফাই কর্মী কাজ বন্ধ রেখেছে ।