পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলা হাটে তৃণমূলের তোলাবাজির জন্য বন্ধ করা হচ্ছে না হাট : সায়ন্তন

এই হাটকে অবিলম্বে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যুব শাখার তরফ থেকে আজ সকাল সাড়ে 9 টায় হাওড়া থানা ঘেরাও অভিযান করা হয় । সায়ন্তন বসু আক্রমণ করে বলেন, " কিন্তু এই মোঙ্গলা হাট থেকে তৃণমূল তোলাবাজি করে তাই তারা রাজি নয় । এতে সাধারণ মানুষ আক্রান্ত হলেও তাদের এই বিষয়ে চিন্তা নেই । তাই আমরা প্রতিবাদ করছি আন্দোলন করছি । "

sayantan-basu-on-tmcs-extortion-in-mangla-hat-howrah
হাওড়ার মঙ্গলা হাটে তৃণমূলের তোলাবাজি চলায় কোরোনার সময়ও বন্ধ করা হচ্ছে না হাট , অভিযোগ BJP - র

By

Published : Mar 17, 2020, 3:36 PM IST

Updated : Mar 17, 2020, 3:48 PM IST

হাওড়া, 17 মার্চ : মঙ্গলা হাট থেকে তৃণমূল তোলাবাজি করে ৷ আজ হাওড়া থানায় এসে এমনই অভিযোগ করলেন সায়ন্তন বসু । মঙ্গলা হাট থেকে তৃণমূল তোলাবাজি করে তাই তৃণমূল মঙ্গলা হাটকে বন্ধ করছে না । তিনি আরও বলেন, জেলার সাধারণ মানুষের স্বার্থের কথা তৃণমূল কংগ্রেস ভাবছে না ।

সপ্তাহের প্রতি মঙ্গলবার একদিন হাট বসে এখানে । সায়ন্তন বসু বলেন, "এখনকার এই পরিস্থিতিতে যদি দু'সপ্তাহে দু'দিন হাট বন্ধ থাকে তাহলে কিসের ক্ষতি ! সরকার যেখানে কোরোনা ভাইরাসের জেরে বিধানসভা থেকে শুরু করে স্কুল কলেজ, সিনেমা হল, মার্কেটিং কম্প্লেক্স বন্ধ রেখেছেন সেখানে এই হাট কেন বন্ধ রাখা হচ্ছে না । আসলে এই হাটে হাজার হাজার মানুষ আসেন এবং যদি একজন মানুষ কোরোনা তে আক্রান্ত হন এখানে তাহলে হাজার হাজার মানুষ সেই সংক্রমণে আক্রান্ত হবেন । তাই সাধারণ মানুষের স্বার্থে এই হাট বন্ধ রাখা উচিত । "

এই হাটকে অবিলম্বে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যুব শাখার তরফ থেকে আজ সকাল সাড়ে 9 টায় হাওড়া থানা ঘেরাও অভিযান করা হয় । সায়ন্তন বসু আক্রমণ করে বলেন, " এই মঙ্গলা হাট থেকে তৃণমূল তোলাবাজি করে তাই তারা রাজি নয় । এতে সাধারণ মানুষ আক্রান্ত হলেও তাদের এ বিষয়ে চিন্তা নেই । তাই আমরা প্রতিবাদ করছি । পাশাপাশি, কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই । বহু মানুষ আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছেন । সারা বিশ্বে যে পরিমাণ মানুষের কোরোনায় প্রাণ হারিয়েছেন, সে সংখ্যক মানুষ প্রতি বছর কলকাতা ও হাওড়াতে ডেঙ্গিতে আক্রান্ত হন । তবু সবাইকে সচেতন করতে হবে এবং নিজেদের সাবধানে থাকতে হবে । " এই বিষয়ে প্রশাসন নজর দিচ্ছে না ৷ এই হাটকে অবিলম্বে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যুব শাখার তরফ থেকে আজ সকাল সাড়ে 9 টায় হাওড়া থানা ঘেরাও অভিযান করা হয় ।

হাওড়ার মঙ্গলা হাটে তৃণমূলের তোলাবাজি চলায় কোরোনার সময়ও বন্ধ করা হচ্ছে না হাট , অভিযোগ BJP - র

BJP যুব মোর্চার কর্মীরা হাওড়া থানা ঘেরাও করে । এই ঘটনায় হাওড়ায় থানার পুলিশ হাওড়া সদর BJP-র সভাপতি সুরজিৎ সাহা-সহ অনেক কর্মীকে আটক করে । গতকাল নবান্নে কোরোনা ভাইরাস সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে রাজ্যের । রাজ্যে কোরোনা ভাইরাসের প্রভাব রুখতে ওই মিটিং থেকে নেওয়া হয় বেশ কিছু জরুরি সিদ্ধান্ত । রাজ্যের স্কুল কলেজ আগামী 15 এপ্রিল অবধি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । যখন সারা ভারতজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্কে সাধারণ মানুষ আতঙ্কিত এবং রাজ্য প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে 30 জনের অধিক একসঙ্গে কোথাও না থাকার জন্য । সেখানে হাওড়ার প্রশাসন চোখ বন্ধ করে ঘুমোচ্ছে বলে দাবি হাওড়া সদর যুব BJP -র ।

Last Updated : Mar 17, 2020, 3:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details