কলকাতা, 19 নভেম্বর:প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে চলতি মাসের 19 তারিখ থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ শুরু হতে চলেছে এমনটাই জানা গিয়েছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) সূত্রে। ফলত 19 নভেম্বর সকাল থেকে সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা শুরু হবে বলেই জানা যাচ্ছে ।
শুক্রবার এই বিষয়টিকে নিয়ে হাওড়া পুলিশ কমিশনার (Howrah Police Commissioner) অফিসে বিশেষ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 19 নভেম্বর রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ। এছাড়াও ওই দিন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে। নভেম্বর থেকে শুরু হয়ে এই কাজ চলবে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। প্রায় দেড় মাস যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।
গত শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি-সহ ট্রাফিক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও রাজ্য সরকারের পূর্ত দফতরের বাস্তুকারেরা। যে ক'দিন ব্রিজ মেরামতির (Bridge Repair)কাজ চলবে সেই ক'দিন কোনও পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে। সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত দশটার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে।
আরও পড়ুন:প্রতি বর্ষায় ভেঙে যায় সাঁকো, চাঁদা তুলে তা তৈরি করেন গ্রামবাসীরাই
দ্বিতীয় সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে। অপরদিকে, পণ্যবাহী ট্রাক কলকাতায় ঢুকবে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে। যদিও ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, 19 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত দফতর সূত্রে জানা যাচ্ছে সাঁতরাগাছি সেতুর কলকাতা অভিমুখে যে জয়েন্ট খারাপ হয়েছে । প্রথমে সেগুলো ঠিক করা হবে।
যদিও এর আগে 2016 সালে সেতুতে সাঁতরাগাছি অভিমুখী লেনের জয়েন্টগুলি সারানো হলেও কলকাতা অভিমুখী লেনের কাজ হয়নি। এই সেতু হয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। যার দরুণ সেতুর স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা হয়। আর খারাপ হওয়া জয়েন্টগুলি ঠিক না করলে বড়সড় দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। হাওড়া ও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন গড়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে সত্তর হাজার গাড়ি চলাচল করে। আর এই তথ্য সামনে আসার পরই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের।