পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santragachi Bridge Reopens: কাটল দুর্ভোগ, পথচলতিদের মিষ্টিমুখ করিয়ে খুলল সাঁতরাগাছি সেতু

শুক্রবার থেকে খুলে (Howrah News) গেল সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge Reopens)। যাত্রীদের দুর্ভোগ থেকে মুক্তি দিয়ে ফের চালু হল যান চলাচল (Bridge maintenance work)।

Santaragachi Bridge ETV Bharat
খুলে গেল সাঁতরাগাছি সেতু

By

Published : Dec 23, 2022, 2:51 PM IST

Updated : Dec 23, 2022, 4:02 PM IST

সাঁতরাগাছি সেতু

হাওড়া, 23 ডিসেম্বর:বড়দিনের আগে শুক্রবার থেকেই ফের চালু হয়ে গেল সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge Reopens)। সংস্কারের কাজ শেষ ৷ প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পথচলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে চালু করা হল সাঁতরাগাছি সেতু (Bridge maintenance work)।

এই সেতুর সংস্কারের কাজের জন্য গত 19 নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর উপরে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল (Howrah News)। বৃহস্পতিবার বেলার দিকে ড্রোন উড়িয়ে পরিস্থিতি সরেজমিনে দেখার কাজ করা হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে । শুক্রবার সেতু পরিদর্শনে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি । তিনি জানান, এই সেতুর কাজ চলাকালীন সবথেকে বেশি অসুবিধার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা । তবে কখনও তাঁরা কর্তব্যরত পুলিশ অধিকারিকদের সঙ্গে বচসায় জড়াননি ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 25 ডিসেম্বরের আগে শুক্রবার ফের চালু করে দেওয়া হল সাঁতরাগাছি সেতু । বছর শেষের দিনগুলোতে যে ভাবে লোকেরা ঘুরতে বেরোন, তাঁদের যাতে কোনও ভাবে অসুবিধা না হয় সেদিকেও দৃষ্টি রাখা হয়েছে । কাজ চলাকালীন নিত্যযাত্রীদের সহযোগিতার প্রতিদান হিসাবে আজ পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে বলে জানান হাওড়া পুলিশ কমিশনার ।

মেরামতির কাজ চলাকালীন হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল ৷ হাওড়া হয়ে কলকাতায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার সাঁতরাগাছি সেতুর গুরুত্ব অপরিসীম । ট্রাফিকের তথ্য অনুযায়ী রোজ প্রায় 80 হাজার যানবাহন এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে । সেই সেতুতে সংস্কারের কাজ চলায় চরম হয়রানির শিকার হতে হচ্ছিল নিত্যযাত্রীদের । বিগত প্রায় এক মাস যাবৎ তীব্র যানজট হচ্ছিল । তবে নবান্ন সূত্রে জানা গিয়েছিল, 23 তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যেই সেই দুর্ভোগ কাটিয়ে আগের মতো যান চলাচল হবে সাঁতরাগাছি সেতুতে । আর সেই মতোই আজ থেকে সেতুতে যান চলাচল শুরু হয়ে গেল । এতে স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা ।

আরও পড়ুন:সাঁতরাগাছি সেতু বন্ধে সমস্যায় বেসরকারি বাস মালিকরা

উল্লেখ্য, সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হওয়ার কারণে সেগুলির সংস্কারের কাজ চলছিল । পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য প্রশাসনের পক্ষ থেকে 31 ডিসেম্বরের মধ্যে সেতু সংস্কারের কাজ সম্পন্ন করার কথা জানানো হয় । কিন্তু তার আগেই সংস্কারের কাজ হয়ে যাবে বলে জানায় রাজ্যের পূর্ত দফতর ।

পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছিল, সাঁতরাগাছি ব্রিজের সংস্কার চলছিল । এ জন্য ভারী গাড়ির যাতায়াত বন্ধ ছিল । একটি লেন দিয়েই যান চলাচল করানো হচ্ছিল । এতে অসুবিধায় পড়তে হয় মানুষকে । এই সেতু সংস্কারের কাজ শেষ করার কথা ছিল দেড় মাসের মধ্যে । তাই মানুষের সুবিধারজন্য বড়দিনের আগেই শুক্রবার থেকে সাঁতরাগাছি ব্রিজ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছিল ।

Last Updated : Dec 23, 2022, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details