পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজের সামনে "জয়শ্রীরাম" ধ্বনি, BJP-TMCP সংঘর্ষে উত্তপ্ত ব্যাঁটরা - TMCP

ফেস্টুন লাগানোর সময় "জয়শ্রীরাম" ধ্বনি । ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ চত্বর । পুলিশ এসে পরিস্থিতি সামলায় ।

নরসিংহ দত্ত কলেজ

By

Published : Jun 28, 2019, 9:55 PM IST

Updated : Jun 28, 2019, 10:17 PM IST

হাওড়া, 28 জুন : "জয়শ্রীরাম" ধ্বনি দিয়ে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ । BJP-TMCP সংঘর্ষ হয় । ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ ভারতীর জন্ম শতবার্ষিকীর ফেস্টুন টাঙাচ্ছিল BJP কর্মীরা । অভিযোগ, তাতে বাধা দেয় TMCP সদস্যরা । এই নিয়ে ঝামেলা বাধে দু'পক্ষের । বেশ কয়েকজন BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ।

দেখুন ভিডিয়ো

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পালটা অভিযোগ, ফেস্টুন লাগানোর সময় তাদের সদস্যদের দেখে "জয়শ্রীরাম" ধ্বনি দিচ্ছিলেন BJP কর্মীরা । সেই সঙ্গে গালিগালাজও করছিলেন তাঁরা । যদিও অভিযোগ অস্বীকার করে BJP ।

ঝামেলার পর কলেজের সামনে বিক্ষোভ দেখান TMCP সদস্যরা । পরে ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

Last Updated : Jun 28, 2019, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details