হাওড়া, 28 জুন : "জয়শ্রীরাম" ধ্বনি দিয়ে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ । BJP-TMCP সংঘর্ষ হয় । ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ ভারতীর জন্ম শতবার্ষিকীর ফেস্টুন টাঙাচ্ছিল BJP কর্মীরা । অভিযোগ, তাতে বাধা দেয় TMCP সদস্যরা । এই নিয়ে ঝামেলা বাধে দু'পক্ষের । বেশ কয়েকজন BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ।