পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagatballavpur Robbery: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে - robbery in jagatballavpur

ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ৷ শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য হাওয়ার জগৎবল্লভপুরে (Howrah Robbery Case) ৷

Jagatballavpur Robbery
দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

By

Published : Sep 23, 2022, 9:38 PM IST

হাওড়া, 23 সেপ্টম্বর:ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হাওড়ার জগৎবল্লভপুরে (Robbery in Jagatballavpur) ৷ 7 বছরের শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ করে চম্পট দুষ্কৃতীদের ৷ শুক্রবার ভোর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৷

সূত্রের খবর, শুক্রবার ভোররাতে 4 জন সশস্ত্র ডাকাত মুখে গামছা বেঁধে বস্ত্র ব্যবসায়ী সুজিত কাঁড়ারের বাড়িতে হানা দেন। সেই সময় পরিবারের সকলে ঘুমাচ্ছিলেন। ঘরে ঢুকে ডাকাতরা ঘুমন্ত অবস্থায় গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এরপর ব্যবসায়ীর আট বছরের ছেলে সৌমাল্য কাঁড়ারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির সমস্ত সোনার গয়না এবং নগদ টাকা লুট করে চম্পট দেয় । এমনকী ওই ব্যবসায়ীর স্ত্রী'র থেকেও সমস্ত সোনার গয়নাও খুলে নেয় দুষ্কৃতীরা। প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায় ওই দুষ্কৃতী দল।

বস্ত্র ব্যবসায়ী সুজিত কাঁড়ার জানান, বাড়িতে 10 থেকে 12 লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ বেশ কিছু টাকা নিয়ে ডাকাতরা নিয়ে গিয়েছে । চারজন ডাকাত দল বেঁধে ঢোকে। দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র, একজনের হাতে লোহার রোড ও আরেকজনের হাতে বড় হাতুড়ি ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় পরিবারের সকলের হাত-পা দড়ি দিয়ে বেঁধে চম্পট দেয় ডাকাত দল। ডাকাতরা চলে গেলে কোনও মতে নিজেদেরকে বাঁধন মুক্ত করে প্রতিবেশীদের ডাকেন সুজিতবাবু । খবর দেওয়া হয় স্থানীয় জগৎবল্লভপুর থানাতেও । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

আরও পড়ুন: ঋণদাতা সংস্থার কার্যালয়ে ডাকাতি, লুঠ 24 কিলো সোনা, নগদ

প্রতিবেশীদের, অভিযোগ জগৎবল্লভপুর থানায় ফোন করলেও কেউ ফোন ধরেনি। পরে 100 ডায়ালে ফোন করলে পুলিশ সুপারের অফিসের নাম্বার দেওয়া হয়। সেখানে ফোন করে জানালে বেশ কিছুক্ষণ বাদে পুলিশ আসে। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও এই ঘটনায় পরিবারের পরিচিত কেউ যুক্ত আছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।

ABOUT THE AUTHOR

...view details