হাওড়া (গ্রামীণ), 26 মে : এখনও অবধি শহর এলাকায় কোনও প্রভাব না পড়লেও হাওড়ার গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়ল ঘূর্ণিঝড় যশে । বুধবার পূর্ণিমা ৷ তার উপর আবার ভরা কোটাল । এরই প্রভাবে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি ও উলুবেড়িয়া থানা । এদিন সকাল ন'টা থেকেই উলুবেড়িয়া পুরাতন বাজার এলাকায় হুগলি নদী থেকে জল ঢুকতে শুরু করে । বেলা 12টা নাগাদ কার্যত জলের নিচে চলে যায় কয়েকশো দোকান । এভাবে জলস্তর বৃদ্ধি পাওয়াতে দুশ্চিন্তার ভাঁজ স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের কপালে । তাঁদের আশঙ্কা, এরপর যদি ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় তাহলে উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হবে । ঘরছাড়া হতে হবে বহু মানুষকে ।
এরই পাশাপাশি হাওড়ার গাদিয়াড়ায় ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসে দু’-একটি জায়গায় ফাটল দেখা দিল নদীবাঁধে । যুদ্ধকালীন তৎপরতায় সেই ফাটলের মেরামতির কাজ শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন । তবে পূর্ণিমার ভরা কোটাল থাকায় নদীর জল ফুঁসছে ৷ তাতে যেকোনও মুহূর্তে তা বিপদসীমার উপর থেকে বয়ে চলতে পারে বলে ব্লক প্রশাসন সূত্রের খবর । ইতিমধ্যেই বাঁধের ফাটল দিয়ে পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে । তাই তড়িঘড়ি ফাটল ঠিক করে নদী বাঁধ মজবুত করার চেষ্টা শুরু করেছে ব্লক প্রশাসন ।