পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rickshaw Puller Anwar: হারিয়ে যাওয়া মোবাইল মালিককে ফেরৎ, রিক্সাচালকের সততায় মুগ্ধ সকলে - Rickshaw Puller Anwar

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে সততার নজির গড়লেন রিক্সাচালক আনোয়ার (Howrah News) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 9, 2023, 2:11 PM IST

Updated : Mar 9, 2023, 2:30 PM IST

ব্যবসায়ীকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলেন রিক্সাচালক

হাওড়া, 9 মার্চ: প্রতিদিন ঘটে যাওয়া অসহিষ্ণু ও অপ্রীতিকর ঘটনার মধ্যে কখনও কখনও এমন ঘটনা ঘটে যা মনে করিয়ে দেয় এখনও মনুষত্ব বেঁচে আছে (Howrah News) ৷ শুধু বিদ্বান হলেই চলবে না, সৎ হওয়াও প্রয়োজন ৷ প্রতিদিনের খবরের শিরেনামে সামাজিক অবক্ষয়ের ঘটনা উঠে এলেও, আনোয়ারের মতো রিক্সাচালকরা বুঝিয়ে দিলেন তাঁরা আজও আছেন ৷ সততার উদাহরণ হয়ে বুঝিয়ে দিলেন জীবনে সততার জন্য বিদ্বান হওয়ার প্রয়োজন নেই ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুল বসত মোবাইল খুইয়েছিলেন বালির ঘোষপাড়ার বাসিন্দা বিপ্লব বক্সী। তাঁর সেই হারিয়ে যাওয়া মোবাইল কুড়িয়ে পেয়ে মোবাইল মালিকের হাতে ওই ফোন তুলে দিলেন রিক্সাচালক শেখ আনোয়ার (Rickshaw puller hands over lost mobile phone)।

সূত্রের খবর, হাওড়ার পিলখানার কাছে রিক্সা নিয়ে যাওয়ার সময় একটি মোবাইল রাস্তায় পড়ে থাকতে দেখেন আনোয়ার । সেটি কুড়িয়ে নিজের কাছে রাখেন । এরপরে কাজ সেরে হাওড়া স্টেশনের কাছে এক হোটেল ব্যবসায়ী রাহুল সরকারের কাছে ফোনটি নিয়ে যান আনোয়ার । তাঁকে সমস্ত বিষয়টি খুলে বলেন। এরপর ওই মোবাইলের যিনি মালিক তাঁকে ফোন করে ডেকে পাঠান । ফোন পেয়ে ওই হোটেল ব্যবসায়ীর ঠিকানাতে আসেন বিপ্লব বক্সী নামের লোহা ব্যবসায়ী । তাঁর হাতে শেখ আনোয়ার তার কাছে ফিরিয়ে দেন তার হারিয়ে যাওয়া ফোনটি । হারিয়ে যাওয়া ফোন পেয়ে স্বভাবতই খুশি ওই লোহার ব্যবসায়ী ।

আরও পড়ুন:কেন বিকিয়ে যাচ্ছে সততা ? প্রশ্ন তুলছে বাপ্পার 'এ ম্যান'

মোবাইলের মালিক বালির ঘোষপাড়ার বাসিন্দা বিপ্লব বক্সী জানান, ফোনটি হারিয়ে ফেলে খুব মন খারাপ হয়েছিল ৷ তিনি প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন ফোনটি ফিরে পাওয়ার ৷ তবে হারানো ফোন ফিরে পেয়ে তিনি খুব খুশি । আনোয়ারের মতো সৎ মানুষ এখন দেশের ভীষণ প্রয়োজন । এছাড়াও তিনি হোটেলের মালিক রাহুল সরকারকেও ধন্যবাদ জানান । হোটেল মালিক রাহুল সরকার বলেন, ''আনোয়ারের মতো মানুষ আজও সামাজে আছেন ৷ তাই কুড়িয়ে পাওয়া ফোন আসল মালিককে ফিরিয়ে দিয়েছেন ।''

Last Updated : Mar 9, 2023, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details