হাওড়া, 9 মার্চ: প্রতিদিন ঘটে যাওয়া অসহিষ্ণু ও অপ্রীতিকর ঘটনার মধ্যে কখনও কখনও এমন ঘটনা ঘটে যা মনে করিয়ে দেয় এখনও মনুষত্ব বেঁচে আছে (Howrah News) ৷ শুধু বিদ্বান হলেই চলবে না, সৎ হওয়াও প্রয়োজন ৷ প্রতিদিনের খবরের শিরেনামে সামাজিক অবক্ষয়ের ঘটনা উঠে এলেও, আনোয়ারের মতো রিক্সাচালকরা বুঝিয়ে দিলেন তাঁরা আজও আছেন ৷ সততার উদাহরণ হয়ে বুঝিয়ে দিলেন জীবনে সততার জন্য বিদ্বান হওয়ার প্রয়োজন নেই ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুল বসত মোবাইল খুইয়েছিলেন বালির ঘোষপাড়ার বাসিন্দা বিপ্লব বক্সী। তাঁর সেই হারিয়ে যাওয়া মোবাইল কুড়িয়ে পেয়ে মোবাইল মালিকের হাতে ওই ফোন তুলে দিলেন রিক্সাচালক শেখ আনোয়ার (Rickshaw puller hands over lost mobile phone)।
সূত্রের খবর, হাওড়ার পিলখানার কাছে রিক্সা নিয়ে যাওয়ার সময় একটি মোবাইল রাস্তায় পড়ে থাকতে দেখেন আনোয়ার । সেটি কুড়িয়ে নিজের কাছে রাখেন । এরপরে কাজ সেরে হাওড়া স্টেশনের কাছে এক হোটেল ব্যবসায়ী রাহুল সরকারের কাছে ফোনটি নিয়ে যান আনোয়ার । তাঁকে সমস্ত বিষয়টি খুলে বলেন। এরপর ওই মোবাইলের যিনি মালিক তাঁকে ফোন করে ডেকে পাঠান । ফোন পেয়ে ওই হোটেল ব্যবসায়ীর ঠিকানাতে আসেন বিপ্লব বক্সী নামের লোহা ব্যবসায়ী । তাঁর হাতে শেখ আনোয়ার তার কাছে ফিরিয়ে দেন তার হারিয়ে যাওয়া ফোনটি । হারিয়ে যাওয়া ফোন পেয়ে স্বভাবতই খুশি ওই লোহার ব্যবসায়ী ।