পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর, বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়ায় - হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly)। হাওড়ার বাঁকসাড়া এলাকাতে রয়েছে হৈমন্তীর বাপের বাড়ির পরিবার (Howrah News)।

Haimanti Ganguly ETV Bharat
রহস্যময়ী হৈমন্তী

By

Published : Feb 24, 2023, 12:48 PM IST

Updated : Feb 24, 2023, 4:37 PM IST

হৈমন্তীর বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়ায়

হাওড়া, 24 ফেব্রুয়ারি:রাজ্যের নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গত মঙ্গলবার থেকে ঘুরছে এক 'রহস্যময়ী' নারীর নাম ৷ মিসেস গাঙ্গুলি। যদিও কে এই রহস্যময়ী, তাই নিয়ে গোটা রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সেই মহিলার নাম হৈমন্তী গঙ্গোপাধ্য়ায় (Haimanti Ganguly)৷ তিনি গোপাল দলপতির স্ত্রী ৷ তাঁর বাপের বাড়ি হাওড়ার বাঁকসাড়া রোডে (Howrah News)।

হৈমন্তী মৃত বলে দাবি মায়ের: উত্তর বাঁকসাড়া কাটুরিয়া পাড়ায় এটাই হৈমন্তীর বাপের বাড়ি বলে স্থানীয় সূত্রে খবর । বর্তমানে এই ঠিকানাতেই থাকে হৈমন্তীর বাপের বাড়ির পরিবার । তাঁর পরিবারে রয়েছেন তাঁর বাবা, মা ও ছোট বোন । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিন দশেক আগেও এই বাড়িতে এসেছিলেন হৈমন্তী । যদিও হৈমন্তীর মায়ের দাবি, তাঁর মেয়ে মারা গিয়েছেন । এই বলে তিনি দরজা বন্ধ করে দেন । সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর হৈমন্তীর নাম উঠে আসে । সূত্রের খবর, তিনি গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী ।

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া হৈমন্তীর ছবি

বাড়িতে আসেন হৈমন্তী, দাবি প্রতিবেশীদের: যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাপের বাড়িতে হৈমন্তী মাঝেমধ্যেই আসা যাওয়া করেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, হৈমন্তীর পরিবারের লোকেরা যথেষ্টই ভালো । তবে তাঁদের মেয়ে কোথায় কার সঙ্গে যুক্ত হয়ে আছেন তা বলা খুবই মুশকিল । তিনি আরও জানান, হৈমন্তী এই দুর্নীতিতে যুক্ত রয়েছে শুনে তারা যথেষ্টই অবাক হয়ে যান । যদিও তিনি দাবি করেন, বর্তমানে সকলেই নিজের মতো থাকেন । সেভাবে কারওর সঙ্গে যোগাযোগ থাকে না । তাই আগাম কিছুই জানা সম্ভব নয় । এখন ধরা পড়ার জন্য জানা গেল সবটা ।

আরও পড়ুন:কেন কোটি টাকার লেনদেন ? জানতে এসএসসির প্রাক্তন আধিকারিককে তলব সিবিআইয়ের

হৈমন্তী সম্পর্কে কিছু জানেন না বলে দাবি মায়ের: এ দিন একাধিকবার ডাকাডাকি করার পরে হৈমন্তীর মা দরজা খুলে বেরিয়ে আসেন । তিনি জানান, বাড়িতে তাঁর ছোট মেয়ে আছে, হৈমন্তী নেই । এছাড়াও তিনি বলেন, তাঁর বড় মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছিলেন । তাঁর স্বামীর কাজ ও আর্থিক বিষয়ে তাঁর কিছুই জানা নেই বলে জানান হৈমন্তীর মা । এছাড়াও তাঁর বাড়ির সামনে দামি বিলাসবহুল গাড়ি অনেক আগে থাকতো বলে দাবি করেন তিনি ।

স্থানীয়দের অনুমান বাড়িতেই আছেন হৈমন্তী: বাড়িতে শিক্ষা সদন নামে নেমপ্লেট খোলা হয়েছে কেন তার জবাবে তিনি জানান, ঠোকাঠুকি করাতে খুলে গিয়েছে । পাশাপাশি তাঁর দাবি সিবিআই চিঠি দিয়ে তাঁর মেয়েকে ডাকলে তারপরে তিনি যাবেন । যদিও স্থানীয় বসিন্দারা অনুমান করছেন হৈমন্তী এই বাড়িতেই আছেন । তাই বাড়ির গেট তালাবন্ধ করে রেখে দেওয়া হয়েছে, যাতে বাইরের কেউ বাড়ির মধ্যে আচমকা ঢুকতে না পারেন । যদিও শুক্রবার সকাল থেকে সংবাদ মাধ্যমের আনাগোনার পর থেকে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

Last Updated : Feb 24, 2023, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details