হাওড়া, 25 অগস্ট: পাঁচলার ধূলোর বাঁধ এলাকায় বুধবার বাসের সঙ্গে লরির ধাক্কা লেগে যে পথ দুর্ঘটনা ঘটে তাতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Reaction of Transport Minister on Panchla Accident) ।
ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । বৃহস্পতিবার তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে । এমনকী সংশ্লিষ্ট বাস ও লরির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হবে । ঘটনার তদন্তে যদি রাশ ড্রাইভিং বা বিপজ্জনক গতিতে গাড়ি চালাবার কারণ সামনে উঠে আসে সেই বিষয়ে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেবে পরিবহণ দফতর ।
আরও পড়ুন:পাঁচলায় বাস দুর্ঘটনায় মৃত 4, আহত 6
এদিন মন্ত্রী বলেন, "হাওড়ার জেলাশাসক ও পুলিশ সুপার থেকে শুরু করে আহতদের পরিবারের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখেছি আমি এবং আমার দফতর । এছাড়াও পরিবহণ দফতরের পক্ষ থেকে আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।"
তিনি আরও জানান, যে পুলিশ প্রশাসনের পদক্ষেপ করার পাশাপাশি সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে । এই বিষয় পরিবহণ দফতরের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে ।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা-করুণাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে উলটো দিক থেকে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । মৃত ও জখম যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এদিনের দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 30 জন । এদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও বিডিও এষা ঘোষ । এদিনের দুর্ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাজে সন্তুষ্ট বলেই জানিয়েছিলেন বিধায়ক গুলশান মল্লিক ।