হাওড়া, 4 জুন : সম্প্রতি BJP-র নতুন রাজ্য কমিটি নির্বাচন হয়েছে ৷ ফলে যুব মোর্চার নেতৃত্বেও রদবদল এনেছে গেরুয়া শিবির ৷ দেবজিৎ সরকারকে সরিয়ে যুব মোর্চার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে BJP-তে নবাগত সৌমিত্র খাঁকে ৷ এই রকম রদবদল কি গোষ্ঠী কোন্দলের জেরেই ৷ দেবজিৎ সরকার পরিষ্কার জানিয়ে দিলেন, শাসকদলের গোষ্ঠী কোন্দল থাকলেও BJP-তে নেই ৷
শাসকদলের গোষ্ঠী কোন্দল থাকলেও BJP-তে নেই, মন্তব্য দেবজিতের - Howrah
সম্প্রতি দেবজিৎ সরকারকে সরিয়ে যুব মোর্চার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে BJP-তে নবাগত সৌমিত্র খাঁকে ৷ এর কারণ হিসেবে অনেকে গোষ্ঠী কোন্দলের কথা বললেও দেবজিৎ সরকার তা মানতে নারাজ ৷ তিনি জানিয়ে দিলেন, BJP এ ধরনের রাজনীতি করে না ৷
শোনা যাচ্ছিল, BJP-র মধ্যে মুকুলপন্থীদের সেফ প্যাসেজ দেওয়া হয়েছে ৷ তবে, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার ৷ তাঁর বক্তব্য, সৌমিত্র খাঁ অন্য দল থেকে BJP-তে এলেও এই দলের প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ৷ তিনি পদ্মপুলেই জয়ী হয়েছেন ৷ পাশাপাশি তিনি bJP-র হয়ে কাজ করছেন ৷ তাই বিষয়টিতে গোষ্ঠী কোন্দল বা অন্য কোনও প্রশ্নই আসে না ৷ গোষ্ঠী কোন্দলের সমস্যা রয়েছে শাসকদলের মধ্যে ৷
তিনি আরও বলেন, "BJP-র কাছে ব্যক্তির আগে বড় দল ৷ আর দল থেকে বড় দেশ ৷ কিন্তু, তৃণমূলের কাছে সেটা উলটো ৷ তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যেই মারামারি করেন ৷ যেমন হয়েছিল তৃণমূল বিধায়ক অশোক দেবের ক্ষেত্রে ৷ BJP এই ধরনের রাজনীতি করে না ৷"