হাওড়া/হুগলি, 21 ফেব্রুয়ারি: রীতি মেনে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ দেবের 188তম জন্মতিথি পালিত হল কামারপুকুর ও বেলুড় মঠে (Ramakrishna Birth Tithi Celebration)৷ মঙ্গলবার সকাল থেকেই ঠাকুরের জন্মতিথির উৎসব উপলক্ষে দুই জায়গাতেই ছিল ভক্তদের ব্যাপক ভিড় ৷ ভোর থেকেই শুরু হয় পুজো পাঠ, মঙ্গলারতি, বেদ পাঠ, রামকৃষ্ণ কথামৃত পাঠ ৷ রীতি মেনে মঠের সাধু সন্ন্যাসীরা বিশেষ পুজোপাঠে সামিল হন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে থাকে ।
এদিন কামারপুকুর মঠ ও মিশনে ভোর চারটেই সানাই বাদন দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠানের সূচনা হয় । তারপর ভোর সাড়ে চারটেই মঙ্গলারতি ও 4টে 40 মিনিটে মঠের নাটমন্দিরে সন্ন্যাসীরা বেদপাঠ ও স্তবগানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আরাধনা শুরু করেন । তারপর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী বিশেষ পুজোপাঠের মাধ্যমে সারা দিনব্যাপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরাধনা চলে । সকাল সাড়ে সাতটায় বিশেষ শোভাযাত্রা সহকারে কামারপুকুর তীর্থ পরিক্রমা করেন সন্ন্যাসী, ব্রহ্মচারী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ভক্ত ও স্থানীয় গ্রামবাসীবৃন্দ ।