হাওড়া, 31 জুলাই : দেশব্যাপী কোরোনার জেরে চলছে লকডাউন ৷ তার উপর সীমান্তে ভারত-চিন টানাপোড়েনের জের ৷ এই দুইয়ের চাপে বিপাকে হাওড়ার মোল্লাপাড়া গ্রামের শতাধিক রাখি শিল্পী ৷ কর্মহীনতায় ভুগছে গোটা গ্রাম ৷ তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসবের আগেই এই গ্রামে হারিয়েছে চেনা ব্যস্ততার ছবি ৷ প্রতি বারের মতো নেই লাইন দিয়ে রাখি বানানোর তাড়া ৷ আসেনি বেশি অর্ডারও ৷
রাখি বন্ধন উৎসবের আগে যে গ্রামে কর্মব্যস্ততা তুঙ্গে থাকত, সেই গ্রাম আজ যেন নিস্তব্ধ । প্রতি বছর গ্রামের শতাধিক মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ঘর পিছু এক থেকে দেড় লাখ টাকার ব্যবসা করতেন ৷ কিন্তু এই মরশুমে 50 হাজার টাকার কাজও করতে পারেননি তাঁরা । কারণ দেশব্যাপী কোরোনা আবহে টানা লকডাউনে রাখির চাহিদায় ভাটা পড়েছে । বাজার থেকে সাপ্লাইয়ের যে অর্ডার অন্যবার আসে এবার তার সিকিভাগ এসেছে মাত্র । তাই এবছর লাভের অঙ্কটা দেখতে পাননি রাখি ব্যবসায়ীরা । তবে সমস্যা আরও আছে ৷
চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ, আগের বারের তুলনায় এবছর রাখির দাম এক লাফে বেশ কিছুটা বেড়ে যাওয়া । কিন্তু কেন হঠাৎ বাড়ল রাখির দাম? ব্যবসায়ীরা বলছেন, ভারত-চিন সীমান্তে দুই দেশের উষ্ণ সম্পর্কের জেরে বাজারে চিনা দ্রব্য কম আসছে । সেই সঙ্গে তাঁরাও ঠিক করেছেন চিনা দ্রব্য দিয়ে আর কাজ করবেন না । তাই ভারতীয় কাঁচামাল ব্যবহার করছেন রাখি তৈরিতে । কিন্তু তাতে যে সমস্যাটা হচ্ছে, তা হল কাঁচামালের দাম । কারণ, রাখি তৈরিতে যে সমস্ত জিনিস ব্যবহার হয় সেই চিনা দ্রব্যগুলির দাম ছিল ভারতীয় কাঁচামালের দামের তুলনায় অনেকটাই কম ৷ ফলে রাখি তৈরি করতে খরচ পড়ছে আগের থেকে বেশি । আগে যে রাখিটা তৈরি করতে খরচ পড়ত 5 টাকা থেকে 6 টাকা । এখন সেই রাখিটা ভারতীয় কাঁচামালে তৈরি করতে খরচ পড়ছে প্রায় 8 থেকে 9 টাকা । সেই সঙ্গে শ্রমিকদের মজুরি তো আছেই । রাখি তৈরি করে তা বাজারজাত করতে যে খরচ পড়ছে সেই মূল্যে সাপ্লায়ার নিতে চাইছেন না । অথচ এর চেয়ে কম দাম দিলে যাঁরা তৈরি করছেন তাঁদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে । ফলে দু'পক্ষের এই টানাপোড়েন এবং চিনা দ্রব্যের রাখি তৈরি না হওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক রাখি শিল্পী ।