পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার একমাত্র মেয়ে শুধু মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজীবের - Rajib sneered at the Chief Minister

উলুবেড়িয়াতে দলীয় কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন বনমন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় । 7 মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে আসার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি ।

দলীয় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়
দলীয় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 1, 2021, 9:51 AM IST

হাওড়া , 1 মার্চ : " বাংলার একমাত্র মেয়ে শুধু মুখ্যমন্ত্রী নন, আরো অনেক সম্ভাবনাময় মানুষ আছে যারা বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারে ।" শাসকদলকে আক্রমণ করে সুর চড়ালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । 7 মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশের সমর্থনে গতকাল উলুবেড়িয়াতে দলীয় কর্মসূচিতে এসে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন বনমন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন , বাংলা এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । শাসকদল থেকে প্রচার করা হচ্ছে বাংলা তার মেয়েকেই চায় । এই স্লোগানের বিরুদ্ধে তিনি প্রশ্ন তোলেন, বাংলায় কি আর কোনো মেয়ে নেই , বাংলায় কি কোনো কৃতি সন্তান নেই ?

পাশাপাশি তিনি আরও প্রশ্ন করেন, যদি বাংলা তার মেয়েকেই চায় তাহলে আট দফা নির্বাচন ঘোষণাতে এত চিৎকার কেন করছে শাসকদল । তিনি স্মরণ করিয়ে দেন, 2016 সালে 6 দফা, 2019 সালে 7 দফায় নির্বাচন হয়েছিল । এবারে 8 দফা নির্বাচন ঘোষণাতে কেন এত অসুবিধা শাসকদলের , তা নিয়েও তৃণমূল সুপ্রিমোর প্রতি প্রশ্ন ছোড়েন তিনি ।

দলীয় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়

শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, এখন সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া হচ্ছে । সহানুভূতির হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে । তিনি আরও বলেন, বাংলায় অনেক সন্তান আছে যারা বাংলার দায়িত্ব নিতে পারে , বাংলাকে সোনার বাংলা তৈরি করতে পারে । তিনি শাসকদলের এই স্লোগানকে নস্যাৎ করে বলেন , মানুষ কাকে দায়িত্ব দেবেন সেটা তাঁরাই ঠিক করবেন । পাশাপাশি তিনি আগামী রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে সকলকে যোগদান করার আবেদন জানান ।

ABOUT THE AUTHOR

...view details