হাওড়া, 3 জানুয়ারি : ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি । হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে এসে তিনি বলেন, দলের কর্মীরাই আসল সম্পদ । আর এই কর্মীদের ব্যবহার করে সুবিধা নেয় দলের কয়েকজন নেতা ।
তিনি বলেন, ‘‘অনেক নেতা আছেন যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খান । কর্মীদের ব্যবহার করে সুবিধা নেন । বাজারে এরকম বেশ কিছু নেতা আছেন ।’’ সেই সব নেতাদের নাম না নিয়ে হুঁশিয়ারিও দেন । বলেন, ‘‘অনেক নেতা দলের কর্মীদের চাকরবাকর ভেবে তাঁদের আবেগ নিয়ে খেলেন । কর্মীরা জবাব দেবেন । কর্মীদের দ্বারাই ওই সব নেতারা ক্ষমতাচ্যুত হবেন । দলের কর্মীরা একটু সম্মান চায় । কিন্তু সেটুকু দেওয়া হয় না । যেসব নেতারা বেশি আদর্শের কথা বলেন তাঁরা নিজেরাই জানেন না আদর্শ কী । যেসব নেতা কর্মীদের শুধু ব্যবহার করে ঠকান তাঁরা 2021-এ আর ক্ষমতায় আসতে পারবেন না ।’’