পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরস্বতী পুজোর আকাশে বৃষ্টির ভ্রুকুটি, ফিকে বাঙালির ভ্যালেনটাইনস ডে - Rain in Saraswati Puja

সরস্বতী পুজোর দিন যে বৃষ্টি হবে, সে পূর্বাভাসটা আগে থেকেই ছিল ৷ আর সেই মতো সকাল থেকেই শুরু আকাশের ভ্রুকুটি ৷ সঙ্গে বৃষ্টি ৷ আজ বৃষ্টির চোখ রাঙানিতে ভেস্তে যেতে বসেছে বাঙালির ভ্যালেনটাইনস ডে ৷

Saraswati Puja
সরস্বতী পুজো

By

Published : Jan 29, 2020, 11:21 AM IST

Updated : Jan 29, 2020, 3:13 PM IST

হাওড়া, 29 জানুয়ারি : পূর্বাভাস ছিল আগে থেকেই । সেই পূর্বাভাসের ব্যতিক্রম হল না সরস্বতী পুজোর দিন । সাতসকালেই বৃষ্টি থমথমে করে দিল গোটা পরিবেশটাই । জায়গায় জায়গায় জল জমার কারণে রাস্তায় পড়ুয়াদের ভিড়টাও অনেকটাই কম ।

সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে ৷ বেলা একটু বাড়তে না বাড়তেই অঞ্জলি সেরে স্কুল-কলেজ, রাস্তায়, রেস্তোরায় ভিড় জমে কিশোর কিশোরীদের ৷ এটাই পরিচিত ছবি ফি বছরের সরস্বতী পুজোর ৷ কিন্তু এবছরে বাধ সাধল আকাশ ৷ সকাল থেকেই আকাশ মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টিতে এবারের সরস্বতী পুজোর ছবিটা অনেকটাই ম্লান ৷

আকাশ মেঘলা থাকার জন্য প্রতিবারের মতো সেই ভিড় নেই রাস্তায় ৷ বাড়িতে বাড়িতে পুজো আর হাতেখড়ি হলেও বৃষ্টিতে এবারের সরস্বতী পুজোটা কিন্তু ঘরে বসে খিচুড়ি খেয়েই কাটাতে বলে জানান দিচ্ছে আকাশ ৷

Last Updated : Jan 29, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details