পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Passenger Reservation System : করোনা-পূর্ববর্তী পর্যায়ে উন্নীতকরণ, দু'রাত বন্ধ পূর্ব রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা - Passenger Reservation System

আগামী 18 এবং 19 জুন মধ্যবর্তী রাত থেকে অর্থাৎ 18 তারিখ রাত্রি 12:30 মিনিট থেকে 19 তারিখ ভোর 3:30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পূর্ব রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (Railways PRS service shut from 18 June to 19 June) ।

Passenger Reservation System News
Passenger Reservation System News

By

Published : Jun 17, 2022, 8:14 PM IST

হাওড়া, 17 জুন :পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব রেলের যাত্রী সংরক্ষণ ব্যবস্থা আগামী 18 এবং 19 জুন মধ্যবর্তী রাত থেকে অর্থাৎ 18 তারিখ রাত্রি 12:30 মিনিট থেকে 19 তারিখ ভোর 3:30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে । এই সময়ের মধ্যে যাত্রী আসন সংরক্ষণ ব্যবস্থার তথ্য উন্নীতকরণের কাজ চলবে ।

পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, যাত্রী পরিষেবাগুলিকে স্বাভাবিক করার উদ্দেশ্যেই এই কাজ করা হচ্ছে । পাশাপাশি করোনা-পূর্ববর্তী অবস্থাতে ফিরে যাওয়ার জন্য রেলওয়ের প্রচেষ্টার অংশ হিসাবে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) রাত্রে 3 ঘণ্টার জন্য বন্ধ থাকবে (Railways PRS service shut from 18 June to 19 June) ।

যাত্রী আসন সংরক্ষণের তথ্য উন্নীতকরণ করা এবং নতুন ট্রেন নম্বর সিস্টেমে আপডেট করা, এই সময়ে সম্পূর্ণ করা হবে । সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনের পুরনো নম্বর এবং বর্তমান যাত্রী বুকিং ডেটা আপডেট করা হবে । অত্যন্ত সতর্কতার সঙ্গে টিকিট পরিষেবাগুলিতে চাপ কমানোর জন্য রাত্রিকালীন সময়কেই বেছে নেওয়া হয়েছে বলেই দাবি পূর্ব রেলের তরফে । রেলের তরফে জানানো হয়েছে, এই 3 ঘণ্টা সময়কালে কোনও পিআরএস পরিষেবা অর্থাৎ টিকিট সংরক্ষণ, বর্তমান বুকিং, বাতিলকরণ, অনুসন্ধান পরিষেবা ইত্যাদি কাজ করবে না ।

আরও পড়ুন : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

শুধুমাত্র পূর্ব রেল নয়, বরং দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পূর্ব-মধ্য রেলেও একইভাবে প্রভাব পড়বে বলেই পূর্ব রেল সূত্রে খবর । রেল কর্মীরা সময়ের মধ্যে ট্রেনগুলি চালু করার জন্য অগ্রিম চার্ট তৈরি নিশ্চিত করবে । পাশাপাশি পিআরএস পরিষেবাগুলি ব্যতিত, 139টি পরিষেবা-সহ অন্যান্য সমস্ত অনুসন্ধান পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চলবে । এই কাজকে আগামী 2 দিনের মধ্যে নিরবচ্ছিন্নভাবে চালানোর জন্য রেলের গ্রাহক ও যাত্রী পরিষেবা স্বাভাবিক করা এবং উন্নীতকরণ করার প্রচেষ্টায় রেলের তরফে তাদের এই কাজকে সমর্থন করার জন্য অনুরোধ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details