হাওড়া, 31 ডিসেম্বর: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ক্ষুব্ধ হন ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnaw) মতে রাগ করার মতো গুরুতর বিষয় ছিল না ঘটনাটি ৷ শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রেলমন্ত্রী বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম । আমরা খুশি যে তিনি অনুষ্ঠানে আসেন । কিন্তু সেখানে ক্ষুব্ধ হওয়ার মতো এমন কিছু ঘটনা ঘটেনি । কিছু লোক তাদের আবেগ বশে স্লোগান দিচ্ছিল । এতে রাগ করার কিছু নেই ।"
প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে সূচনা হয় বাংলা তথা পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ৷ এদিন হাওড়া স্টেশনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা । গুজরাতের আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। আর অনুষ্ঠান শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছতেই দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি (Jai Shri Ram slogans) দিতে থাকেন । এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । তাঁকে শান্ত করতে এগিয়ে যান রেলমন্ত্রী । সেই সময় স্টেশনেই ছিলেন রাজ্যপাল । তিনিও এগিয়ে যান মুখ্যমন্ত্রীর দিকে ।
অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখে দর্শকদের শান্ত হতে অনুরোধ করেন বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । রেলকর্তারাও শান্ত হতে বলেন দর্শকদের । তার পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে স্লোগান। এর জেরে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। তাঁকে মঞ্চে ওঠার জন্য রেলমন্ত্রী ও রাজ্যপাল অনুরোধ করেন। তবে শেষমেশ তিনি তা করেননি । মঞ্চের পাশেই রাখা চেয়ারে বসে পড়েন। পরে সেখান থেকেই তিনি ভাষণ দেন ।