সাঁতরাগাছি, 19 ফেব্রুয়ারি : আজ, শুক্রবার উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের। দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে এই ব্রিজ নির্মাণ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। 166 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে 15 কোটি টাকা। সাঁতরাগাছি স্টেশনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে যাওয়া আসা করা যাবে আধুনিক মানের এই ব্রিজ দিয়ে।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ ক্রমশ বেড়ে যাওয়ায় সাঁতরাগাছি স্টেশনকে টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় রেলদপ্তর। এই স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কলকাতা যাওয়া যায় অল্প সময়ে। সেই কারণে এই স্টেশনে যাত্রী সংখ্যা বাড়বে টার্মিনাল স্টেশন সম্পূর্ণভাবে তৈরি হলে। তাই এত চওড়া দু’টি লেনের ফুট ওভার ব্রিজ বানানো হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন আজ। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।