পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদ্য বিবাহিত যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য ডোমজুড়ে, ধৃত 5 - ডোমজুড়

মঙ্গলবার ডোমজুড়ের নারনা থেকে উদ্ধার হয় যুবক যুবতীর মৃতদেহ । মৃতদেহ খুঁজে পাওয়ার চারদিন পর মৃতদের পরিচয় মিলল আরামবাগ থেকে । একসঙ্গে দু'জনে নিখোঁজ হওয়ার পর, যুবতীর পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয় আরামবাগ থানায় ।

সদ্য বিবাহিত যুগলের দেহ উদ্ধার
সদ্য বিবাহিত যুগলের দেহ উদ্ধার

By

Published : Feb 14, 2021, 2:06 PM IST

Updated : Feb 14, 2021, 2:23 PM IST

ডোমজুড়, 14 ফেব্রুয়ারি : পারিবারিক সম্মান রক্ষার কারণেই কি খুন হয়েছেন সদ্য বিবাহিতা যুবক যুবতী ! উঠছে প্রশ্ন। ডোমজুড়ের নারনা থেকে যুগলের দেহ উদ্ধারের চারদিন পর হুগলির আরামবাগ থেকে মৃতদের পরিচয় জানা গেল । আর সেই থেকেই উঠেছে নানা প্রশ্ন । যদিও এ নিয়ে অপহরণ মামলায় তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ । ঘটনায় ছেলের মা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ওই থানার পুলিশ ।

গত 9 ফেব্রুয়ারি, মঙ্গলবার ডোমজুড়ের নারনা থেকে উদ্ধার হয় যুবক যুবতীর মৃতদেহ । দুইটি দেহেই একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল । মৃতদেহ খুঁজে পাওয়ার চারদিন পর মৃতদের পরিচয় মিলল আরামবাগ থেকে । গত 26 জানুয়ারি মনসাতলা গ্রাম থেকে নিখোঁজ হয়েছিলেন অর্জুন দলুই (20) এবং রাখি প্রামাণিক (16) । তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানা গেছে । এই প্রেমের সম্পর্ক মেয়ের পরিবারের পক্ষ থেকেই মেনে নেওয়া হয়নি । বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তারা । একসঙ্গে দুজনে নিখোঁজ হওয়ার পর, যুবতীর পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয় আরামবাগ থানায় । আরামবাগ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে যুবকের মাকে আটক করে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে ।

ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ে দুজনেই বিয়ের পর দুই সপ্তাহের বেশি কেটে গেলেও ঘরমুখো হননি । বিভিন্ন আত্মীয়দের বাড়িতে থাকার পর শেষে অর্জুন ডোমজুড়ের নারনায় এক বন্ধুর বাড়িতে চার দিনের জন্য আশ্রয় নেয় । কিন্তু গা ঢাকা দেওয়া অবস্থাতে কীভাবে তাদের এমন নির্মম মৃত্যু ঘটল তা নিয়েই রহস্য তৈরি হয়েছে । গত মঙ্গলবার ডোমজুড়ের নারনা গ্রামের নির্জন এলাকায় একটি পোড়ো বাগানের পাশে পরিত্যক্ত জায়গায় গ্রামবাসীরা দেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । ডোমজুড় থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
আরও পড়ুন : ভ্যালেন্টাইন'স ডে স্পেশাল : ভালোবাসায় তুচ্ছ বয়সের বেড়া

থানার পক্ষ থেকে মৃতদের ছবি সহ তথ্য জানিয়ে খোঁজ শুরু হয় আশেপাশের গ্রামে । গতরাতে ডোমজুড়ের নারনা থেকে ওই দুজনকে আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মা গ্রেফতার হওয়ার পর ছেলেটি ভয় পেয়ে যায় । তাই দ্রুত পালানোর সিদ্ধান্ত নেয় । এটা দুর্ঘটনা, আত্মহত্যা না খুন তা তদন্ত করে দেখছে পুলিশ । এর পিছনে পরিবারের সম্মান রক্ষার্থে খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Feb 14, 2021, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details