ডোমজুড়, 14 ফেব্রুয়ারি : পারিবারিক সম্মান রক্ষার কারণেই কি খুন হয়েছেন সদ্য বিবাহিতা যুবক যুবতী ! উঠছে প্রশ্ন। ডোমজুড়ের নারনা থেকে যুগলের দেহ উদ্ধারের চারদিন পর হুগলির আরামবাগ থেকে মৃতদের পরিচয় জানা গেল । আর সেই থেকেই উঠেছে নানা প্রশ্ন । যদিও এ নিয়ে অপহরণ মামলায় তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ । ঘটনায় ছেলের মা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ওই থানার পুলিশ ।
গত 9 ফেব্রুয়ারি, মঙ্গলবার ডোমজুড়ের নারনা থেকে উদ্ধার হয় যুবক যুবতীর মৃতদেহ । দুইটি দেহেই একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল । মৃতদেহ খুঁজে পাওয়ার চারদিন পর মৃতদের পরিচয় মিলল আরামবাগ থেকে । গত 26 জানুয়ারি মনসাতলা গ্রাম থেকে নিখোঁজ হয়েছিলেন অর্জুন দলুই (20) এবং রাখি প্রামাণিক (16) । তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানা গেছে । এই প্রেমের সম্পর্ক মেয়ের পরিবারের পক্ষ থেকেই মেনে নেওয়া হয়নি । বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তারা । একসঙ্গে দুজনে নিখোঁজ হওয়ার পর, যুবতীর পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয় আরামবাগ থানায় । আরামবাগ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে যুবকের মাকে আটক করে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে ।