পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবরোধ 6 নম্বর জাতীয় সড়ক, ঘটনাস্থানে RAF - citizenship amendment law, 2019

আজ সকাল থেকে ফের উত্তপ্ত 6 নম্বর জাতীয় সড়ক ৷ বন্ধ যান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে RAF ৷

ফের অবরোধ 6 নম্বর জাতীয় সড়ক
ফের অবরোধ 6 নম্বর জাতীয় সড়ক

By

Published : Dec 14, 2019, 10:44 AM IST

Updated : Dec 14, 2019, 12:26 PM IST

হাওড়া, 14 ডিসেম্বর : আজ সকাল থেকে ফের উত্তপ্ত 6 নম্বর জাতীয় সড়ক ৷ বন্ধ যান চলাচল ৷ ডোমজুর থানার অন্তর্গত হাওড়া সলপ মোড়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে সাধারণ মানুষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে RAF ৷

টায়ার জ্বালিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানায় তারা ৷ দাবি, অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে ৷ দিনের শুরুতেই এই অবরোধের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ৷

দেখুন ভিডিয়ো

গতকালও একই প্রতিবাদ নিয়ে উলুবেড়িয়া স্টেশনে অবরোধ ৷ বন্ধ ছিল হাওড়া-খড়গপুর ট্রেন চলাচল ৷ অন্যদিকে, 6 নম্বরের জাতীয় সড়কের বাগনান, উলুবেড়িয়া, জগদীশপুর, ধূলাশিমলা সহ বেশ কিছু জায়গাতেও অবরোধ চলে ৷ জ্বালানো হয় টায়ার ৷

Last Updated : Dec 14, 2019, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details