উলুবেড়িয়া, 28 জানুয়ারি : হাওড়ার উলুবেড়িয়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো বাতিল হওয়ার সম্ভাবনা । পরিবর্তে বেলুড় মঠ যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।
31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলা ময়দানে প্রথমে অমিত শাহের জনসভা হবে । সভা উপলক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ । একশ ফুট বাই পঁয়ষট্টি ফুটেই মঞ্চের বিশাল স্ট্রাকচার তৈরি হচ্ছে আলুমিনিয়ামের বিম দিয়ে । আজ বিকেলে অ্যাডভান্স সিকিউরিটি বৈঠক হয় হাওড়া সিটি পুলিশের পদস্থ অফিসার ও বিজেপি নেতৃত্বের সঙ্গে । বৈঠকের আলোচনা হয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে । এরপর ময়দান ও মঞ্চের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করা হয় ।