পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আয়না দেখিয়েছেন, মমতাকে তোপ বিজেপির প্রিয়াঙ্কার - Priyanka Tibrewal criticises Mamana Banerjee

পঞ্চায়েত নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

Priyanka Tibrewal
বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

By

Published : Jul 4, 2023, 10:23 PM IST

মমতাকে তোপ বিজেপির প্রিয়াঙ্কার

সাঁকরাইল, 4 জুলাই:তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রচারে আসেন তিনি ৷ সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "নতুন রাজ্যপাল যখন তাঁর কথামতো নিয়োগ দিয়েছিলেন তখন উনি খুব ভালো ছিলেন । আর এখন খারাপ হয়ে গিয়েছেন । রাজ্যে যিনিই সংবিধান মেনে তাঁর দায়িত্ব পালন করবেন সেই মুখ্যমন্ত্রীকে আয়না দেখিয়ে দেবে । ঠিক যেমন জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে সংবিধানের আয়না দেখিয়েছিলেন ।"

শুধু মমতা নন, অভিষেককেও একহাত নেন প্রিয়াঙ্কা ৷ তাঁর কথায়, রাস্তায় যদি সত্যি উন্নয়ন দাঁড়িয়ে থাকত তাহলে অভিষেক বন্দোপাধ্যায়কে গাড়ি করে ঘুরে বেড়াতে হত না । যখন মুখ্যমন্ত্রী দেখলেন যেখানেই ভাইপো যাচ্ছে সেখানেই মানুষ সাড়া দিচ্ছে না । তখনই তিনি আসরে নেমে পড়লেন । যখন তাঁকে ভুরি ভুরি অভিযোগ শুনতে হচ্ছে, তখনই ভাইপো পিসিকে বলল শেষ নির্বাচনে যেমন পায়ে চোট পাওয়ার নাটক করেছিলে, এবারে কোমরে ভাঙার নাটক করে নাও । বাড়িতে বসো । তাই আর পিসিকে দেখতে পাওয়া যাচ্ছে না ।

বিজেপি নেত্রী বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় শুধু নিজের উন্নয়ন করেছেন । বাচ্চাদের গায়ে কাপড় নেই অথচ পিসি আর ভাইপোর মেকআপ করা ছবি রাস্তায় রাস্তায় রয়েছে । মিথ্যেবাদীর অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস ।" এছাড়াও মমতাকে হুঁশিয়ারি দিয়ে প্রিয়াঙ্কা বলেন, "মুখ্যমন্ত্রীকে চালেঞ্জ ছুঁড়ে বলছি মাহাতোদের পাঁচশো টাকা আপনি বন্ধ করে দেবেন বলেছেন, করে দেখান।"

আরও পড়ুন:আজ প্রচারযুদ্ধে মুখোমুখি অভিষেক-শুভেন্দু, ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে

তিনি দাবি করেন, মাহাতোর তৃণমূলকে ভোট দেবে না বলেই জানিয়ে দিয়েছে । তাই এই পাঁচশো টাকা মুখ্যমন্ত্রী বন্ধ করে দেবেন বলেছেন ৷ তিনি বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় রাজনীতি ছাড়ল কী থাকল তাতে কিছু যায় আসে না ।" বিজেপি যে 12টা রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে পশ্চিমবঙ্গর মত বেকারত্ব নেই বলেই দাবি করেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ।

ABOUT THE AUTHOR

...view details