সাঁকরাইল, 4 জুলাই:তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রচারে আসেন তিনি ৷ সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "নতুন রাজ্যপাল যখন তাঁর কথামতো নিয়োগ দিয়েছিলেন তখন উনি খুব ভালো ছিলেন । আর এখন খারাপ হয়ে গিয়েছেন । রাজ্যে যিনিই সংবিধান মেনে তাঁর দায়িত্ব পালন করবেন সেই মুখ্যমন্ত্রীকে আয়না দেখিয়ে দেবে । ঠিক যেমন জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে সংবিধানের আয়না দেখিয়েছিলেন ।"
শুধু মমতা নন, অভিষেককেও একহাত নেন প্রিয়াঙ্কা ৷ তাঁর কথায়, রাস্তায় যদি সত্যি উন্নয়ন দাঁড়িয়ে থাকত তাহলে অভিষেক বন্দোপাধ্যায়কে গাড়ি করে ঘুরে বেড়াতে হত না । যখন মুখ্যমন্ত্রী দেখলেন যেখানেই ভাইপো যাচ্ছে সেখানেই মানুষ সাড়া দিচ্ছে না । তখনই তিনি আসরে নেমে পড়লেন । যখন তাঁকে ভুরি ভুরি অভিযোগ শুনতে হচ্ছে, তখনই ভাইপো পিসিকে বলল শেষ নির্বাচনে যেমন পায়ে চোট পাওয়ার নাটক করেছিলে, এবারে কোমরে ভাঙার নাটক করে নাও । বাড়িতে বসো । তাই আর পিসিকে দেখতে পাওয়া যাচ্ছে না ।