হাওড়া, 27 জানুয়ারি : করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খুলল স্কুল । আজ মধ্য হাওড়ার কদমতলার একটি বেসরকারি প্রাইমারি স্কুলে প্রায় 50 জন ছাত্রছাত্রী নিয়ে চলে ক্লাস । পরে পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয় । উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেই মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় ।
স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের এসএমএস করে ক্লাসের কথা জানায় । ক্লাস চলাকালীন স্থানীয় বাসিন্দাদের তা নজরে এলে তারা ব্যাঁটরা থানায় খবর দেয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসে পুলিশ । পুলিশ এসে ক্লাস বন্ধ করে দেয়। স্কুলের প্রিন্সিপাল মলয় রায় জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস চালু থাকলেও, তাদের অঙ্ক এবং ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে । তাই তাদের পড়াশোনার সুবিধার জন্য স্কুলে ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে । কোভিড প্রোটোকল মেনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।