কলকাতা, 1 জুলাই : প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ থেকে সরকারি ও বেসরকারি বাস চলার কথা রাজ্যে ৷ কিন্তু, বাস্তবের ছবিটা পুরোপুরি আলাদা ৷ হাওড়া বাস টার্মিনালে প্রায় কোনও বাস নেই বললেই চলে ৷ আর তার জেরে ভোগান্তি অফিস যাত্রীদের ৷ সরকারি বাস হাতেগোনা কয়েকটা থাকলেও, বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে ৷ ফলে হাওড়া বাস টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও বাস না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা ৷
রাজ্য সরকার আজ থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে ৷ সেই মতো সরকারি বাস রাস্তায় নামলেও, বেসরকারি বাসের দেখা নেই ৷ কারণ সরকার 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর কথা বলেছে ৷ সেখানে বাড়তে থাকা জ্বালানির দামের কারণে অল্প যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালাতে চাইছে না অধিকাংশ বাস মালিক সংগঠন ৷ আর তারই খেসারত দিতে হচ্ছে মাসের প্রথমদিন অফিসে যাওয়ার জন্য বেরনো যাত্রীদের ৷ হাওড়া বাস টার্মিনালেও দেখা নেই বাসের ৷ সরকারি বাস কয়েকটা থাকলেও, বেসরকারি বাস একেবারেই নেই ৷
আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা
আর তার জেরে নাকাল হতে হল যাত্রীদের ৷ কারণ সরকারি বাস তো আর সব রুটে চলাচল করে না ৷ সেক্ষেত্রে বেসরকারি বাসই ভরসা আমজনতার ৷ কিন্তু, লোকসানের ভয়ে বেসরকারি বাস রাস্তায় নেই ৷ আর সরকারি বাসে ওঠাও দায় ৷ বহু জায়গায় সরকারি বাসে রীতিমত গেটে ঝুলে যাতায়াত করছে যাত্রীরা ৷ ফলে প্রশাসনের ঘোষণা অনুযায়ী, কোভিডবিধি মেনে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ খাতায় কলমেই সীমাবদ্ধ হয়ে রয়ে গেছে ৷
হাতেগোনা বাস হাওড়া বাস-টার্মিনালে, চূড়ান্ত ভোগান্তি অফিসযাত্রীদের আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়
এই পরিস্থিতিতে বুধবার থেকে অ্যাপ ক্যাব সংস্থাগুলিও ভাড়া বাড়িয়ে দিয়েছে ৷ ফলে অ্যাপ ক্যাবে যাতায়াত করাটাও অসাধ্য হয়ে গেছে সাধারণের পক্ষে ৷ অনেকেই প্রথম লকডাউনের মতো সাইকেলে অফিস যাতায়াত শুরু করেছেন ৷ তা না হলে চাকরি বাঁচানো সম্ভব হবে না ৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি জোরাল হতে শুরু করেছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এখন লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলে সংক্রমণ বাড়বে ৷ ফলে কোনওভাবেই লোকাল ট্রেন চালানো যাবে না ৷