পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

President Visits Belur Math: বেলুড় মঠ দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, সঙ্গী রাজ্যপাল বোস - রাজ্যপাল সিভি আনন্দ বোস

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও নেতাজি ভবনের পর মঙ্গলবার বেলুড় মঠ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ তাঁর সঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায় ৷

Droupadi Murmu
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

By

Published : Mar 28, 2023, 11:32 AM IST

Updated : Mar 28, 2023, 12:01 PM IST

হাওড়া, 28 মার্চ: মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শনে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) । মঠের ভিতরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির-সহ স্বামীজি ও ব্রহ্মান্দজির মন্দির পরিদর্শন করেন তিনি (President Visits Belur Math) । ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনেই বেলুড় মঠে আসা তাঁর বলেই জানা গিয়েছে । বেলুড় মঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ (Swami Suvirandaji Maharaj) । এছাড়াও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেলুড় মঠ সফর: এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) ও রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায় । এছাড়াও বেলুড় মঠে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেলুড় মঠ সফর
রাষ্ট্রপতিকে স্বাগত জানান স্বামী সুবীরানন্দ মহারাজ

রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী, বেলুড় মঠ দর্শন করে বেরিয়ে কলকাতায় ইউকো (UCO) ব্যাংকের 80 বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সেখানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বেলা 12টা নাগাদ বীরভূমের শান্তিনিকেতনে পাড়ি দেবেন রাষ্ট্রপতি । সেখানে মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।

রামকৃষ্ণদেবের মূল মন্দির পরিদর্শন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আরও পড়ুন:জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মন ছুঁলো রাষ্ট্রপতির, ঘুরে দেখলেন নেতাজি ভবনও

রাষ্ট্রপতির সফর ঘিরে বেলুড় মঠে কড়া নিরাপত্তা: দু'দিনের সফর শেষে মঙ্গলবারই দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতির পরিদর্শনের জন্য বেলুড় মঠে এদিন ছিল আটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা । মঙ্গলবার সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন । রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত অন্যান্য দর্শনার্থীদের জন্য মঠ বন্ধ রাখা হয়েছে ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বেলুড় মঠে

দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি: শপথ নেওয়ার পর প্রথম বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সোমবার রাজ্যে আসেন তিনি । বঙ্গ সফরের প্রথমদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান রাষ্ট্রপতি ৷ ঘুরে দেখেন নেতাজি ভবনও ৷ সেখানও তাঁর সঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এরপর ওই দিন সন্ধ্যেতে তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Mar 28, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details