হাওড়া, 30 ডিসেম্বর: 'বন্দে ভারত' প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া ৷ এমনই দাবি করলেন হাওড়া (সদর) এর সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ৷ ভারতের দ্রুততম ট্রেন 'বন্দে ভারত' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প এই ট্রেন পরিষেবা, বিজেপি এমনটাই দাবি করছে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চলাচলকারী রাজ্যের প্রথম 'বন্দে ভারত' ট্রেনের ৷ হাওড়া স্টেশনে এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও (Prasun Banerjee) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হাওড়ায় 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সরকারি অনুষ্ঠানে এরকম স্লোগানিং দেওয়ার সমালোচনা করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী ব্যথিত হয়েছেন বলে দাবি তাঁর ৷ প্রসূনের দাবি মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, "প্রসূন দেখতে পাচ্ছ কি অবস্থা! এখানে এসেছি আমি ভদ্রতা করে, কষ্ট করে । সবসময় রেল আমার পরিবার, কিন্তু এগুলো কী?" এরপরেই এই তৃণমূল সাংসদ দাবি করেন, বন্দে ভারতের মতো সবুজ প্রকল্প মুখ্যমন্ত্রী রেল মন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন (Prasun Banerjee on Vande Bharat) । প্রসূনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন তিনি রেলের সার্ভিস কমিটির সদস্য ছিলেন । তাঁকে মুখ্যমন্ত্রী ওই কমিটির সদস্য করেছিলেন । মমতাই এরকম ট্রেন চেয়েছিলেন ৷