হাওড়া, 6 নভেম্বর : তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে দলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে হাওড়া জেলার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার সন্ধেয় প্রশান্ত কিশোর মধ্য হাওড়ার ধর্মতলা লেনে মন্ত্রী ও তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের দু'জনের মধ্যে একাধিক বিষয়ে ঘণ্টাখানেক আলোচনা হয় । এই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি হাওড়ায় তৃণমূলের অতিরিক্তি দায়িত্ব পেতে চলেছেন অরূপ রায় ?
কিছুদিন আগেই হাওড়া সদর সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অরূপ রায়কে ৷ তাঁর জায়গায় সেই পদে বসানো হয় দলীয় নেতা ও রাজ্য়ের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে ৷ কো-অর্ডিনেটর পদে বসানো হয় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে ৷ অরূপ রায়কে চেয়ারম্য়ান পদে স্থানান্তর করে তৃণমূল ৷ এরপরেই হাওড়া জেলায় প্রকাশ্য়ে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ রাজীব ও অরূপ দুই পক্ষের অনুরাগীদের মধ্য়ে একাধিকবার পরস্পর বিরোধী কর্মসূচি নজরে আসতে শুরু করে ৷ এমনকী একই ইশুতে শহরের দুই প্রান্তে আলাদা আলাদা সভা বা পদযাত্রা করতে দেখা গেছে দুই মন্ত্রীকে ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ, দু’পক্ষের মধ্যে উষ্ণ বাক্য়ালাপ থেকে পার্টি অফিসের ব্য়ানার নিয়েও টানাপোড়েন চলে দুই তরফে ৷ তাই নয়, অরূপ-রাজীব দ্বন্দ্বে হাওড়ায় তৃণমূলের সংগঠনের কাজও বিশ বাঁও জলে ৷ ফলে, এখনও পর্যন্ত হাওড়ায় জেলা কমিটির একটি নির্বাচন থমকে রয়েছে ৷