হাওড়া, 3 জুলাই: আগামী 6 জুলাই শনিবার রাত 10.30 মিনিট থেকে শুরু হবে উলুবেড়িয়া উড়ালপুল সংযুক্তিকরণের কাজ শুরু হবে । বিদ্যুৎ-সংযোগ ছিন্ন করে রেললাইনের উপরের অংশে উড়ালপুল সংযোগের কারণে আগামী 6 ও 7 জুলাই ট্রেন চলাচল ব্যাহত হবে । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, উড়ালপুল সংযোগের কারণে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন-সহ বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে ।
রেল ও পূর্ত (সড়ক) দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি গার্ডারের সাহায্যে রেললাইনের উপরে থাকা উড়ালপুলের অংশটি জোড়া লাগানো হবে । দুটি দপ্তরের কর্মীরাই এ কাজ করবে । রেলের ওভারহেডে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেই কাজ করতে হবে । গতকালই দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 6 ও 7 জুলাই উড়ালপুল জোড়ার জন্য 10 ঘণ্টা হাওড়ার খড়গপুর ডিভিশনে রেল চলাচল বন্ধ থাকবে । বাতিল করা হয়েছে, হাওড়া-তিরুচিরাপল্লি, হাওড়া-আদ্রা, রাঁচি-হাওড়া, হাওড়া-দিঘা এক্সপ্রেস ও পুরী-সাঁতরাগাছি এবং হাওড়া-পুরি প্যাসেঞ্জার ট্রেন। চক্রধরপুর-হাওড়া, পুরুলিয়া-হাওড়া ও ভদ্রক-হাওড়া ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে । পাশাপাশি 31টি লোকাল বাতিল করা হয়েছে । কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে আমার কিছু স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছি।
আরও পড়ুন : মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম : দিলীপ ঘোষ