হাওড়া, 31 মে: কিছুদিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল ৷ এবার সেই ইস্যুতেই শিবপুর কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির রেট চার্ট-সহ পোস্টার পড়ল। মঙ্গলবার রাতে হাওড়া পৌরনিগমের মূল ভবনের গেটের বাইরে মন্ত্রীর নামে দু'টি ব্যানার দেখা গেল ৷
ব্যানারে লেখা 'শিবপুর কেন্দ্র বিধায়কের বেআইনি কাজের: প্রাইস লিস্ট' ৷ মনোজ তিওয়ারির বিরুদ্ধে ব্যানারটি লাগিয়েছে হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিক বৃন্দ ৷ এই ব্যানারে সাতটি কাজের মূল্য তালিকা দেওয়া হয়েছে । 1. কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করলে দশ লক্ষ টাকা দিতে হবে । 2. কারও জমি দখল করলে 30 লক্ষ টাকা দিতে হবে । 3. বেআইনি বাড়ি তৈরি করলে প্রতি তলা বাবদ মন্ত্রীকে 10 লক্ষ টাকা দিতে হবে । 4. পৌরসভায় চাকরি দিলে মনোজ তিওয়ারি 5 লক্ষ টাকা নিয়ে থাকেন ৷
পাশাপাশি বলা হয়েছে, প্রেমিক-প্রেমিকাকে তাঁদের বাড়ি থেকে নিয়ে পালাতে চাইলে মন্ত্রী মনোজ তিওয়ারির পকেটে 50 লক্ষ টাকা দিতে হবে ৷ বাদ যায়নি সম্প্রতি বহু চর্চিত 100 দিনের কাজের কথাও ৷ ব্যানারে দাবি করা হয়েছে এর জন্য প্রতি মাসে 2 হাজার টাকা লাগবে ৷ শিবপুর কেন্দ্রে প্রতিটি বাজারে রাস্তা দখল করে দোকান দিলে প্রতিদিন 500 টাকা দিতে হবে মন্ত্রীকে ৷ যে সাতটি কাজের উল্লেখ এখানে আছে তার মধ্যে এটিরই মূল্য সবচেয়ে কম ৷