কলকাতা, 18 নভেম্বর: আগামিকাল থেকে মেরামতের কাজের জন্য বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge)। প্রায় দেড় মাস বন্ধ থাকবে ব্রিজ। যদিও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিকল্প পথের সন্ধান ৷ তবে টানা দেড় মাস সাঁতরাগাছির মত একটি গুরুত্বপূর্ন সেতু বন্ধ থাকলে যেমন সমস্যায় পড়বেন বেসরকারি বাস মালিকরা ঠিক তেমনই ভোগান্তি হবে যাত্রীদের। এমনটাই মনে করছে মালিক পক্ষ।
আজ মাঝরাত থেকেই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ শুরু হবে। জরুরি মেরামতের কাজের জন্য দিনের একটি নির্দিষ্ট সময় সেতু বন্ধ রাখা হলেও বাকি সময় চলাচল করবে ছোট গাড়ি এবং বাস। তবে ভারী পণ্যবাহী গাড়ি একেবারেই চলাচল করবে না ব্রিজের উপর দিয়ে। এই বিষয় ট্রাফিক বিভাগের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ৷ আগামিকাল থেকে 31 ডিসেম্বর অর্থাৎ প্রায় দেড় মাস যানচলাচলে নিয়ন্ত্রণ হবে ৷ ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত সেতুর এক দিক দিয়ে ছোট গাড়ি এবং বাস যাতায়াত করতে পারবে। চালকদের সুবিধার জন্য হাওড়া কর্পোরেশন এবং হাওড়া ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ম্যাপ প্রকাশ করা হয়ছে ৷ পাশাপাশি পণ্য বাহি গাড়ির ক্ষেত্রে দুই ধরনের স্টিকার দেওয়া হয়েছে। যে পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু, আব্দুল রোড হয়ে ধুলাগড় ও বম্বে রোড-এ আসবে সেগুলিতে লাগাতে হবে হলুদ স্টিকার ‘বি‘। যে পণ্যবাহী গাড়িগুলি বিটি রোড ও নিবেদিতা সেতু হয়ে বর্ধমান দুর্গাপুর ও দিল রোডে পড়বে সেগুলিতে এই সবুজ স্টিকার ‘ডি’ লাগাতে হবে।
আন্দুল রোড, আলমপুর, দ্বিতীয় হুগলি ব্রিজ টালা সেতু, নিবেদিতা সেতু, ডানকুনি হয়ে ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করবে পণ্যবাহী গাড়ি।