হাওড়া, 15 সেপ্টেম্বর: অলীক স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ার সিওল যেতে চেয়েছিল তিন নাবালিকা ছাত্রী। চোখে একটাই স্বপ্ন কোরিয়ান পপ তারকা আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাঙ্গকুক-কের সঙ্গে সাক্ষাৎ করবে ৷ প্রত্যেকেই দক্ষিণ কোরিয়া বিখ্যাত ব্যাংটান বয়েস বা বিটিএস ব্যান্ডের পপ তারকা । ভাগ্যিস নাবালিকাদের স্বপ্নে বাধা দিল পুলিশ । নিখোঁজ সপ্তম শ্রেণির এই তিন ছাত্রীকে হাওড়ার শালিমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তিন জনেরই বাড়ি বেলডাঙায়। শালিমার জিআরপি ও সাঁতরাগাছি থানার পুলিশ নিরাপদে ওই ছাত্রীদের বাড়ি পাঠিয়েছে বলে জানা গিয়েছে ৷
কলকাতা থেকে সিওল-র উড়ানপথে দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি। সেই দক্ষিণ কোরিয়ারই একটি জনপ্রিয় ব্যান্ড জাঁকিয়ে বসেছে নাবালিকাদের মনে ৷ প্রিয় পপ তারকাদের সামনে থেকে দেখার অদ্ভুত ইচ্ছা শুনে চোখ কপালে ওঠে পুলিশদেরও ৷ বিদেশী ব্যান্ড-প্রীতির কোনো পড়ুয়ার জীবনে ‘খ্যাপামি’র পর্যায়ে পৌঁছলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলেই মানছেন তদন্তকারীরাও। কেউ ভালোবেসে ওই ব্যান্ডের গান শুনছে। তাঁদের নকল করতে চাইছে। পৌঁছতে চাইছে ব্যান্ড-তারকাদের কাছে। কেউ আবার সহপাঠী বা বন্ধুদের কাছে যাতে পিছিয়ে পড়তে না-হয় সেই কারণেই ‘কুলীন’ হতে চাইছে। দু'য়ের যে কারণেই হোক না কেন, সমস্যা একই রকমের গুরুতর বলেই মানছেন পুলিশকর্তারা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন নাবালিকাকে মুম্বইয়ে নিয়ে গিয়ে গান গাওয়া ও অভিনেত্রী হওয়ার প্রলোভন দিয়েছিলেন কোনও এক ব্যক্তি। পরে তদন্তকারীরা জানতে পারেন বিটিএস-এর টানেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিলেন তিন নাবালিকা। তাদের গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল।