হাওড়া, 17 অক্টোবর: আবারও টাকা উদ্ধার হল হাওড়ার 35 নম্বর অপ্রকাশ মুখার্জি লেনে (Money Recovery in Howrah)। কলকাতার গোয়েন্দা বিভাগের অফিসার ও হাওড়া শিবপুর থানার পুলিশ রাত সাড়ে নটা নাগাদ যৌথভাবে ফের তল্লাশি চালায় একটি আবাসনে । প্রাথমিকভাবে জানা গিয়েছে , হাওড়ার শৈলেশ পান্ডের ভাইয়ের বাড়ি অরবিন্দ পান্ডের বাড়ি থেকে উদ্ধার করা হয় পাঁচ কোটি 96 লক্ষ টাকা এবং সোনার গয়না । উদ্ধার করে নিয়ে যাবার সময় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুকে পড়তে হয় পুলিশকে ৷ এর আগে রবিবার সকালে এই শৈলেশের বাড়ি থেকেও সোনা-রুপোর গয়না-সহ 2 কোটি 20 লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল ওই ব্যবসায়ী । শৈলেশ পান্ডে নামে ওই ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন পলাতক ৷
মন্দিরতলা থেকে উদ্ধার কয়েক কোটি টাকা আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর জন্য সরকারি টাকায় বেসরকারি রিসর্ট সংস্কার, মমতার মালবাজার সফরের আগে শুরু বিতর্ক
বেশ কিছুদিন আগে কানাড়া ব্যাংকের তরফ থেকে লালবাজারে অভিযোগ জানানো হয় যে একটি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে । এরপর লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড টিমের সদস্যরা তদন্ত শুরু করেন ৷ দেখা যায় বিপুল পরিমাণে টাকা ট্রানজাকশন করা হচ্ছে ৷ পরে ওই অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয় । এরপরই ওই ব্যাংকের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করা হয় ও মামলা দায়ের হয় । তল্লাশি শুরু করে পুলিশ । কাছাকাছি এলাকার দুটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা ।
গত কয়েকমাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে । নগদ টাকার পাশাপাশি সোনার গয়নাও উদ্ধার হয়েছে । কখনও প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত অপির্তা মুখোপাধ্যায়ের একাধিক বাড়ি থেকে টাকা থেকে শুরু করে সোনা উদ্ধার হয়েছে । কখনও আবার টাকা উদ্ধার হয়েছে অনলাইনে গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার সঙ্গে যুক্ত ব্যবসায়ীর গার্ডেনরিচের বাড়ি থেকে ।