হাওড়া, 27 ডিসেম্বর: হাওড়ার একটি বহুতল থেকে স্বামী-স্ত্রী'র মৃতদেহ উদ্ধারের (Couple unusual death in Howrah) ঘটনাকে কেন্দ্র রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাটি ঘটেছে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ১২/ ২ নন্দলাল মুখার্জি লেনে ৷ রবিবার এলাকার একটি বহুতলের নীচের তলার ফ্ল্যাট থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ ৷ মৃত দম্পতির নাম গৌতম মাইতি এবং মৌসুমী মাইতি ৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ স্থানীয় বাসিন্দা সুভাষ চট্টোপাধ্যায় জানান, ওই দম্পতি ৩ বছর ধরে ওই আবাসনে রয়েছেন । তাঁরা থাকতেন ভাড়াটে হিসাবে । গৌতমবাবু কলকাতার কোনও একটি হোটেলে চাকরি করতেন । তাঁদের দুই সন্তানও তাঁদের সঙ্গেই থাকত বলে জানিয়েছেন সুভাষবাবু ৷